X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এমপি হ্যাপীর মেয়েকে ছুরিকাঘাত: আটক নেই

বাগেরহাট প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৭, ১৯:২০আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৯:৩২





এমপি হ্যাপী বড়ালের মেয়ে অদিতি বড়াল বাগেরহাটে সংরক্ষিত মহিলা আসনের এমপি হ্যাপী বড়ালের মেয়ে অদিতি বড়ালের (২৯) ওপর ছুরিকাঘাতের ঘটনার পর ২৪ ঘণ্টা পার হলেও পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি। এ ঘটনায় এখনও বাগেরহাট মডেল থানায় কোনও মামলাও হয়নি।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন,‘অদিতি বড়ালের ওপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলের আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। ফুটেজে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি। তবে মাঠ পর্যায়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি আমরা দ্রুত আটক করতে পারবো। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলাও দায়ের হয়নি। আহত অদিতি ও তার পরিবারকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হচ্ছে।’

এমপি হ্যাপী বড়াল বলেন,‘চব্বিশ ঘণ্টা পার হলেও এখনও পুলিশ কাউকে আটক করতে পারেনি। এটা পুলিশের ব্যর্থতা। এর আগে গত ২২ মে হামলা হয়েছিল। রাতে বাসার জানালা দিয়ে সন্ত্রাসীরা ছুরি ছুড়ে মেরেছিল। যা অদিতির পায়ে এসে লাগে। ২৩ মে আমরা মামলা করেছিলাম। কিন্তু পুলিশ কোনও সাফল্য দেখাতে পারেনি। একজন এমপি হিসেবে যদি নিরাপত্তা না পাই, তাহলে সাধারণ মানুষের কি হবে?’

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন বলেন, ‘আগের মামলার পর আমামি গ্রেফতার করে রিমান্ডেও নেওয়া হয়। কিন্তু কোন ক্লু পাওয়া যায়নি। সেই মামলাটি এখনও তদন্ত চলছে।’

শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে শহরের আমড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে মহিলাদের নিয়ে আয়োজিত সমাবেশে সংরক্ষিত মহিলা এমপি হ্যাপি বড়াল ও তার মেয়ে অদিতি বড়াল অংশ নেন। সন্ধ্যা ৭টার দিকে সমাবেশ থেকে বাড়ি ফেরার জন্য গাড়িতে ওঠার সময় অজ্ঞাত এক যুবক অদিতি বড়ালের পেটে ছুরি মেরে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করান।

২০০০ সালে অদিতি বড়ালের বাবা কালিদাস বড়ালকে শহরের প্রাণকেন্দ্র সাধনার মোড়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। তিনি চিতলমারী উপজেলার সাবেক চেয়ারম্যান ও হিন্দুবৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা ছিলেন।

আরও পড়তে পারেন: বাগেরহাটে সংরক্ষিত আসনের এমপি’র মেয়েকে ছুরিকাঘাত

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা