X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নাটোরে বৃদ্ধ দম্পতির অস্বাভাবিক মৃত্যু, চিকিৎসকের ধারণা বিষক্রিয়া

নাটোর প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৭, ২১:৩৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ২২:৪৩

নাটোর নাটোরের লালপুর উপজেলায় এক বৃদ্ধ দম্পতির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার রাতের খাবার খাওয়ার পরই তারা অসুস্থ হয়ে যান। হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  রবিবার (১৭ ডিসেম্বর) সকালে পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। তারা হলেন আব্দুস সোবহান (৭০) ও মানিকজান (৬০)। তারা লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের ধলা গ্রামের বাসিন্দা। এদিকে, অভিযোগ উঠেছে, বিষ মাখানো ভাত খেয়ে তাদের মৃত্যু হয়েছে। চিকিৎসকও প্রাথমিকভাবে ধারণা করছেন, বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।

বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে স্বত্বাধিকারী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার রাত সাড়ে ১০টায় তাদেরকে আমার হাসপাতালে আনা হয়। আমি হাসপাতাল গেটে পরীক্ষা করে দেখি তারা মৃত। তখনই তাদের ফেরত পাঠানো হয়।’

নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘পুলিশ দুপুরে লাশ দুটি হাসপাতালে নিয়ে আসে। ধারণা করা হচ্ছে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় নিহতদের ভিসেরা রিপোর্ট করে ঢাকায় পাঠানো হয়েছে। লাশ দুটি এখন মর্গে রয়েছে।’

লালপুর থানার ওসি আবু ওবায়েদ বলেন, নিহতদের বড় ছেলে নওশাদ বাদী হয়ে একটি ইউডি মামলা করেছেন। প্রাথমিকভাবে নওশাদ দাবি করেছে ফুড পয়জনিংয়ের কারণে তার বাবা-মায়ের মৃত্যু হতে পারে।’

ওসি আবু ওবায়েদ জানান, ওই বাড়ি থেকে জবাই করা মুরগির মাংস আর কিছু ভাত পরীক্ষার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। তবে তদন্ত ও ময়নাতদন্ত প্রতিবেদনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওই এলাকার জাফর ও কদিমচিলান ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ‘ আব্দুস সোবহান ও মানিকজান দম্পতির দুই ছেলে ও দুই মেয়ে। বড় ছেলের নাম নওশাদ ও ছোট ছেলের নাম আবু তালেব। তারা বিবাহিত। খোঁজ নিয়ে জেনেছি, শনিবার (১৬ ডিসেম্বর) বিকালে বাবার বাড়ির পাশে ইসলামি জলসা দেখার উদ্দেশ্যে আবু তালেবের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যান তার  স্ত্রী শেফালী বেগম। যাওয়ার আগে শেফালী ভাত রান্না করে নিজেরা খেয়ে শ্বশুর-শাশুড়ির জন্য রেখে যান। খাবার ঘরে তালা দিয়ে এর চাবি শাশুড়ির হাতে দিয়ে যান তিনি। সন্ধ্যার কিছু আগে শাশুড়ি মানিকজান ওই ভাত বাড়ির মুরগিকে খেতে দেওয়ার পর ৬-৭টি মুরগিও মারা যায়। এসময় তাড়াহুড়ো করে দুটি মুরগি জবাই করেন আব্দুস সোবহান। মাংসগুলো ফ্রিজে রাখার পর মনিকজান ওই ভাত স্বামী সোবহানকে খাওয়ানোর ১০-১৫ মিনিট পর নিজেও খান। এর কিছুক্ষণ পর প্রথমে সোবহান ও পরে মানিকজানের বমি শুরু হয়। এক পর্যায়ে ১৫ মিনিটের ব্যবধানে তারা দুজনই মারা যান।’

চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ‘সোবহান ও মানিকজানের দুই ছেলে আর দুই মেয়ে। দীর্ঘদিন বিদেশে থাকার পর ছেলে নওশাদ ও আবু তালেব বাড়িতে বসবাস করছেন। বিদেশ থেকে ফিরে এক ছেলে আর এক মেয়ের মা শেফালীকে বিয়ে করেন আবু তালেব। এতে তার বড় ভাই নওশাদ ও বাবা-মা প্রথমে আপত্তি করেন।  এ নিয়ে নওশাদের সঙ্গে আবু তালেব ও শেফালীর দূরত্ব সৃষ্টি হলেও এক পর্যায়ে বাবা-মা তালেব আর শেফালীকে মেনে নেন এবং এক হাঁড়িতেই খাওয়া-দাওয়া শুরু করেন। এ ঘটনার পর থেকে পৃথক সংসার করলেও নওশাদের সঙ্গে বাবা-মায়ের প্রায়ই ঝগড়া হতো। এক পর্যায়ে বাবা আব্দুস সোবহান থানায় ছেলে নওশাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে পুলিশ নওশাদকে আটক করে। পরে আব্দুস সোবহানই নওশাদকে মুক্ত করেন। সম্প্রতি আবু তালেবকে পৃথক কক্ষ করার জন্য সোবহান আর মানিকজান জায়গা দেন। ওই জায়গায় পাকা দালান করার কথা ছিল তার। কিন্তু টয়লেটের জায়গা নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ দেখা দেয়।’
স্বজনদের দাবি, পারিবারিক কলহের কারণে কেউ ফায়দা পেতেই এ হত্যার ঘটনা ঘটিয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তারা এ ব্যাপারে ব্যবস্থা নেবে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি