X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দৌলতদিয়া-পাটুরিয়া ও কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী, মাদারীপুর ও মুন্সিগঞ্জ প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৭, ২৩:২৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ২৩:৫৩






দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট (ফাইল ছবি) ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ও কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝপথে যানবাহন আটকা পড়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: 

রাজবাড়ী প্রতিনিধি জানিয়েছেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রবিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টা থেকে নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় ছয়টি ফেরি। এতে ঘাট প্রান্তে সিরিয়ালে আটকে পড়েছে কয়েকশ যানবাহন।

বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশায় নিরাপত্তাজনিত কারণে রবিবার রাত সাড়ে ১০টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পাটুরিয়া প্রান্তে কুয়াশার তীব্রতা বেশি। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ টি জেলার সঙ্গে রাজধানী ঢাকার প্রবেশদ্বার হিসেবে খ্যাত।

মাদারীপুর প্রতিনিধি জানান, ঘন কুয়াশার কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এ সময় শতাধিক যানবাহন ও কয়েকশ’ যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে ঘাট থেকে ছেড়ে আসা ৭টি ফেরি।







রবিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। এতে ঘাটের উভয় পাড়ে অ্যাম্বুলেন্স, কুরিয়ার সার্ভিসের গাড়ি, পণ্যবাহী যানবাহন ও নৈশকোচসহ পারাপারের অপেক্ষায় রয়েছে দুই শতাধিক যানবাহন। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।
মাদারীপুরের কাঁঠালাবাড়ি ফেরিঘাট মাদারীপুরের কাঁঠালাবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, কুয়াশার মাত্রা বেড়ে যাওয়ায় নদীর চার পাশ ঘোলা দেখাচ্ছে। এতে ফেরি চালকদের মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলোর সংকেত বুঝতে ও দেখতে সমস্যা হয়। পরে দুর্ঘটনায় এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। একই সময় উভয়ঘাট থেকে ছেড়ে যাওয়া ৭টি ফেরি কুয়াশার কারণে মাঝ নদীতে যাত্রী ও যানবহন নিয়ে আটক পড়ে। এছাড়া বাকি ১১টি ফেরি যানবাহন লোড করে উভয় ঘাট এলাকায় নোঙর করে রাখা হয়েছে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথের ফেরি চলাচল রাত ১১টা থেকে বন্ধ আছে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট এজিএম শাহ মো. খালেদ নেওয়াজ। এদিকে, মাঝ পদ্মায় যানবাহন নিয়ে আটকে পড়েছে পাঁচটি ফেরি। আর পারাপারের জন্য শিমুলিয়া ঘাটে অপেক্ষারত আছে আড়াই শতাধিক যানবাহন।
তিনি জানান, রবিবার (১৭ ডিসেম্বর) রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতা বাড়তে থাকলে মাঝ পদ্মায় নোঙর করা হয় বীরশ্রেষ্ঠ জাহাংগীর, শাহ পরাণ, আইটি ৯১, করবী ও ফেরি কিশোরী। সব ধরনের ঝুঁকি এড়াতে রাত এগারোটা থেকে বন্ধ করে দেওয়া হয় এই পথের ফেরি চলাচল। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল আবারও শুরু হবে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’