X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মংডুতে বিজিবি-বিজিপি বৈঠক: ৬ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার

কক্সবাজার প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৭, ১৬:৩৬আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৬:৩৬

মংডুতে থেকে ফেরত আনা ৬ জেলে ও বিজিপি-বিজিবির সদস্যরা



মিয়ানমারের মংডু টাউনশিপে বিজিবি-বিজিপি’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় ৬ বাংলাদেশি জেলেকে সাজা ভোগ শেষে ফেরত দিয়েছে মিয়ানমার। টেকনাফ সীমান্ত দিয়ে সোমবার (১৮ ডিসেম্বর)দুপুরে তাদের ফেরত আনা হয়।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন, টেকনাফ অলিয়াবাদ গ্রামের মৃত খুইল্লা মিয়ার ছেলে রশিদ উল্লাহ (৩২), সেন্টমার্টিন্সের সাইর মোহাম্মদের ছেলে হামিদ হোছাইন (৩৭), লাল মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২২), ওসিউর রহমানের ছেলে ফজল আহমদ (৩৫), মো. ইসমাইলের ছেলে মোহাম্মদ হোসেন (৩৫) ও আলী চানের ছেলে হাসিম (২২)।

টেকনাফ ২নং বিজিবি’র ঝিমংখালী বিওপি কোম্পানি কমান্ডর সুবেদার মো. ইব্রাহিম হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলছেন, ‘আজ সকাল পৌনে ১০টার দিকে টেকনাফ বিজিবি বিওপি জেটি থেকে টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক, গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ শফি, টেকনাফ মডেল থানার সেকেন্ড অফিসার আবুল খায়ের, বিজিবি সুবেদার মো. ইব্রাহিমসহ ৯ সদস্যের প্রতিনিধি দল মংডুর উদ্দেশে রওয়ানা দেয়। এসময় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও মংডু’র শহরের ইমিগ্রেশন অফিসার ইউ অং চ্য সিন’র নেতৃত্বে ৮ সদস্যেও প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।

সাজা ভোগ শেষে ফেরত আসা রশিদ উল্লাহ, সাদ্দাম হোসেন ও ইসমাইল জানান, সাগরে মাছ ধরতে গিয়ে সেন্টমার্টিন এলাকা থেকে বিনা অপরাধে আমাদের ধরে নিয়ে যায় মিয়ানমার বাহিনী। প্রায় ১৪ মাস কারাভোগ করার পর দেশে ফেরত আসতে পেরে ভালো লাগছে। দীর্ঘদিন পর এখন বাবা-মাকে দেখতে পাবো।

টেকনাফ মডেল থানার সেকেন্ড অফিসার আবুল খায়ের বলেন, মিয়ানমার থেকে ফেরত আনা ৬ বাংলাদেশিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাদ করা হবে। পরে ব্যাপক তদন্ত সাপেক্ষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, ‘মিয়ানমারের আহ্বানে সকালে মংডু টুনাশিপে পৌছি। এরপর ঘণ্টাব্যাপী অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ৯ নভেম্বর সেন্টমার্টিন্স উপকূলের পাশে মাছ ধরার সময় এই ৬ জেলেকে মিয়ানমার সরকারি বাহিনী ধরে নিয়ে যায়। পরে তাদের সাজা দেওয়া হয়। সাজা ভোগ শেষে তাদের ফেরত নেওয়ার জন্য বিজিবিকে চিঠি দেয় মিয়ানমার কতৃপক্ষ। এর সূত্র ধরে তাদের ফেরত আনা হয়।


আরও পড়ুন: সাতক্ষীরায় জামায়াতের আমিরসহ আটক ৩

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা