X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এরশাদের সঙ্গে বিএনপির কোনও সম্পর্ক হতে পারে না: ফখরুল

লিয়াকত আলী বাদল রংপুর
১৮ ডিসেম্বর ২০১৭, ১৬:৪৭আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৮:১৬





মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি: ফোকাস বাংলা)

বর্তমান সরকারের অধীনে অতীতেও কোনও নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, ‘আমি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ একই বিমানে আজ রংপুরে এসেছি। তিনি (এরশাদ) রংপুরের ছাওয়াল বলে দাবি করেন অথচ গত ৩০ বছরে রংপুরের জন্য কিছুই করেননি। এরশাদ সাহেব এই সরকারের অধীনে নির্বাচনে যাবেন না বলে অনেকবার বলেও ওয়াদা রক্ষা না করে সরকারকে ক্ষমতায় থাকার জন্য ন্যাক্কারজনকভাবে সহায়তা করেছেন। এমন ব্যক্তির সঙ্গে বিএনপির কখনই কোনও সম্পর্ক হতে পারে না।’

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে রংপুর নগরীর সিও বাজার এলাকায় বিএনপি মেয়র প্রার্থী কাওছার জামান বাবলার সমর্থনে পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রংপুর সিটি করপোরেশন নির্বাচনও নিরপেক্ষ হবে বলে আশা করি না। তারপরও জনগণের শক্তি নিয়ে নির্বাচনকে নিজেদের পক্ষে রাখতে হবে।’


তিনি দলীয় নেতাকর্মী ও সমবেত জনতার উদ্দেশে বলেন, ‘আপনারা রংপুর সিটি নির্বাচনে ভোটকেন্দ্র পাহারা দেবেন, যাতে ভোট চুরি করতে না পারে। আপনারা ভোট চুরি করতে দেবেন না, পারলে প্রতিরোধ করবেন।’

ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, তারা রংপুর সিটি নির্বাচনে সরকারি দলকে সুযোগ-সুবিধা দিচ্ছে; আমাদের দিচ্ছে না। আমাদের সমাবেশ ও মিছিল করতে দেয় না। তারা (সরকারি দল) নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেই চলেছে। আমরা কখনই মনে করিনা এই নির্বাচন কমিশনের অধীনে কোনও সুষ্ঠু নির্বাচন হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি ঠাকুরগাঁও এর ছেলে রংপুরের সমস্যাগুলো আমি বুঝি এবং জানি। রংপুর সিটি করপোরেশনের নির্বাচন দেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের জন্য সরকারের পরিবর্তন হবেনা তবে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণরায় বলে বিবেচিত হবে।’

তিনি সরকারের সমালোচনা করে বলেন, ‘সরকার দেশের কোমর ভেঙে দিয়েছে। ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার কথা বলেছে। সেই চাল এখন ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ঘুষ, দুর্নীতি, গুম ও খুনসহ এমন কোনও কর্মকাণ্ড নেই, যা তারা করছে না।’

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী বাবলাকে পরিচয় করিয়ে দিয়ে হাতে ধানের শীষ তুলে দিয়ে ফখরুল বলেন, ‘এই ধানের শীষ বিএনপির প্রতীক, শান্তির প্রতীক। ধানের শীষে ভোট দিয়ে দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার আন্দোলনকে জোরদার করুন। ’

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইকবাল হাসান টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুখ, রংপুর বিভাগীয় সম্পাদক আসাদুল হাবিব দুলু প্রমুখ।

পরে বিএনপি মহাসচিব কাছারী বাজার সিটি বাজার পায়রা চত্বরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

আরও পড়তে পারেন: রংপুরে জাপা প্রার্থী জয়ী হবে: আশাবাদ এরশাদের

/এনআই/
সম্পর্কিত
সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ করেছে: প্রধানমন্ত্রী
ভোট শেষ, কে হচ্ছেন রংপুরের মেয়র?
জাপা প্রার্থী মোস্তফার ক্ষোভ‘ইভিএমের সমস্যার বিষয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগ সত্য মনে হচ্ছে’
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!