X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
বাতিল পরীক্ষা নেওয়া হবে ২১ ডিসেম্বর

নাটোরে প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

নাটোর প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৭, ১৮:০৫আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৮:৫১







নাটোর নাটোর সদর উপজেলার আগদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে তদন্ত কমিটিকে।

সদর উপজেলা ভূমি কর্মকর্তা শামিম ভূইয়াকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) একেএম আনোয়ার হোসেন এবং সদর উপজেলার দিঘাপতিয়া এমকে অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। সোমবার (১৮ ডিসেম্বর)বিকাল সাড়ে ৫টায় বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক শাহিনা খাতুন।

এদিকে বাতিলকৃত গণিত পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর সকাল ১০টায় নতুন প্রশ্নের আলোকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান, গঠিত তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রশ্ন ফাঁসের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তদন্ত কমিটি প্রধান সদর উপজেলা ভূমি কর্মকর্তা শামিম ভূইয়া জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে এখন পর্যন্ত এ সংক্রান্ত লিখিত কোন ডকুমেন্ট পাননি। পেলে নির্ধারিত সময়ের মধ্যে যথোপযুক্ত তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ জানান, বাতিল পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর সকাল ১০টায় নতুন প্রশ্নে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার সকাল থেকে সদর উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে আগদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও প্রথম এবং চতুর্থ শ্রেণির গণিত বিষয়ে পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর কিছু আগেই বিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থীদের কাছে হাতে লেখা প্রশ্ন পাওয়া যায়, যা মূল প্রশ্নের হুবহু। বিষয়টি জানার পর আগদিঘা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিপ্রা রাণী দত্ত, উপজেলা শিক্ষা কমিটির সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানু ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা শিক্ষা কমিটির সদস্যসচিব আলী আশরাফকে জানান। তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়ায় সদর উপজেলার ১০২টি প্রাথমিক বিদ্যালয়ের ওই দুই শ্রেণির গণিত পরীক্ষা বাতিলের ঘোষণা দেন।

আরও পড়তে পারেন: পরীক্ষা শুরুর আগেই মিললো প্রশ্ন, ১০২টি স্কুলের পরীক্ষা বাতিল

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা