X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর দেওয়া ‘বীর নিবাস’ পেলেন রবিদাস ফুলমতি

গাইবান্ধা প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ২০:০৭





প্রধানমন্ত্রীর দেওয়া ‘বীর নিবাস’ পেলেন রবিদাস ফুলমতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার হিসেবে ‘বীর নিবাস’ ঘর পেলেন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নারী মুক্তিযোদ্ধা রাজকুমারী রবিদাস ফুলমতি।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সাদুল্যাপুর উপজেলা শহরতলীর ভূমি অফিস সংলগ্ন সরকারি খাস জায়গার ওপর ‘বীর নিবাস’ ঘরের উদ্বোধন করেন গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য ডা. মো. ইউনুস আলী সরকার।

এসময় সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রহিমা খাতুন, সাদুল্যাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেছের উদ্দিন সরকার, সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহারিয়া খাঁন বিপ্লব, যুবলীগের সভাপতি শাহ্ মো. ফজলুল হক রানা, সাদল্যাপুর উপজেলা প্রকৌশলী মো. মাজহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান মনির উপস্থিত ছিলেন। এছাড়া এসময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও সাংবাদিক ও সুধিমহল উপস্থিত ছিলেন।

সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রহিমা খাতুন বলেন, ‘‘মহান মুক্তিযোদ্ধে বিরোচিত অবদান রয়েছে রাজকুমারী রবিদাস ফুলমতির। রাজকুমারী রবিদাস ফুলমতির ভালো জীবন-যাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ‘বীর নিবাস’ নতুন পাকা ঘর দেওয়া হয়।’’

ঘর পেয়ে খুশি হয়েছেন রাজকুমারী রবিদাস ফুলমতি। তিনি বলেন, ‘দেশের জন্য তার অবদান থাকলেও নিজস্ব কোনও জায়গা জমি নেই। ভূমি অফিসের সামনে সরকারি খাস জায়গার ওপর ছোট ছাপড়া ঘরে ছেলে-মেয়েকে নিয়ে নানা কষ্টে বসবাস করতে হতো তাকে। আজ দেশ স্বাধীনের ৪৬ বছর পর তিনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন। আর এখন তিনি নতুন করে পেলেন ঘর। অন্তত নতুন ঘরে ছেলে সন্তানদের নিয়ে মত্যুর আগ পর্যন্ত ভালোভাবে থাকতে পারবেন তিনি।’

সাদুল্যাপুর উপজেলা প্রকৌশলী মো. মাজহারুল ইসলাম বলেন, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও এলজিইডির বাস্তবায়নে ঘর নির্মাণে ব্যয় হয় প্রায় ৯ লাখ টাকা টাকা। ঘরের সঙ্গে স্যানিটেশন, পানি ব্যবস্থা, রান্না ঘর, গরু ও মুরগি রাখার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। এছাড়া বিদ্যুতের ব্যবস্থাও করা হবে।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়