X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাঙ্গা আমাকে দুর্নীতিবাজ বলায় দুঃখ পেয়েছি: ঝন্টু

রংপুর প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৭, ১৫:০৭আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ১৬:০৪

সরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টু
রংপুরে পরাজিত আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও সাবেক মেয়র সরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টু ক্ষোভ জানিয়ে বলেছেন, ‘আমার পাড়ার ছেলে, জাপা নেতা ও স্থানীয় সরকার মন্ত্রী মশিউর রহমান রাঙ্গা আমাকে দুর্নীতিবাজ বলেছে। সে আমার ছোট ভাইয়ের মতো। তার কাছে কী প্রমাণ আছে, আমি দুর্নীতিবাজ?’ রাঙ্গার এই বক্তব্যে তিনি দুঃখ পেয়েছেন বলেও জানান।
আজ শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে নির্বাচনের বেসরকারি ফল ঘোষণার ১৪ ঘণ্টা পরে প্রথমবারের মতো গণমাধ্যমকর্মীদের কাছে প্রতিক্রিয়া জানান ঝন্টু। এসময় তিনি পরাজয়ের কারণ নিয়ে কোনও কথা বলতে চাননি। বলেন, ‘আজ হোক, কাল হোক– সব জানতে পারবেন।’ তবে নির্বাচনের ফল মেনে নিয়ে আগামীকাল (শনিবার) নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার বাসায় ফুল নিয়ে যাবেন বলেও তিনি জানান।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোস্তফার কাছে প্রায় এক লাখ ভোটে পরাজিত হন আওয়ামী লীগের প্রার্থী ও সদ্য দায়িত্ব ছেড়ে দেওয়া মেয়র ঝন্টু। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণা শুরুর পরই স্পষ্ট হয়ে যায়, বড় ব্যবধানে হারতে যাচ্ছেন তিনি। তখন থেকেই তার প্রতিক্রিয়া জানার জন্য গণমাধ্যমকর্মীরা ঝন্টুর গুপ্তপাড়ার বাসভবনে ভিড় জমাতে থাকেন। কিন্তু গভীর রাত পর্যন্ত তিনি কারও সঙ্গেই কথা বলতে রাজি হননি। আজ শুক্রবার সকালেও তার বাসার সামনে ভিড় জমান গণমাধ্যমকর্মীরা। কিন্তু এসময়ও তিনি কোনও কথা বলেননি।
নির্বাচনের ফল ঘোষণার প্রায় ১৪ ঘণ্টা পর, জুমার নামাজ শেষে ঝন্টু মসজিদের সামনে অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীদের নিজ বাসায় ডেকে নিয়ে আসেন। সেখানেই তিনি কথা বলেন তাদের সঙ্গে।
উল্লেখ্য, রসিক নির্বাচনে বিজয়ী জাপা প্রার্থী মোস্তফার প্রাপ্ত ভোটের সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী ঝন্টুর প্রাপ্ত ভোটের ব্যবধান ৯৮ হাজার ৮৯। নির্বাচনে মোস্তফা পেয়েছেন ১,৬০,৪৮৯ ভোট; ঝন্টু পেয়েছেন ৬২,৪০০ ভোট। শুধু তাই নয়, নিজের কেন্দ্রেও ঝন্টু পরাজিত হয়েছেন মোস্তফার কাছে। এই কেন্দ্রে মোস্তফার সঙ্গে তার ভোটের ব্যবধান ছিল ২৪৩। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঝন্টু ভোট দেন সালেমা উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে। এখানে তিনি পেয়েছেন ৭৪২ ভোট, বিপরীতে মোস্তফা পেয়েছেন ৯৮৫ ভোট।
আরও পড়ুন-

ঝন্টুর পরাজয়ের নেপথ্যে


রংপুরবাসীকে এরশাদের ধন্যবাদ
নির্বাচন কমিশনের ওপর আস্থা নেই: ফখরুল
রসিকে কাউন্সিলর পদের আনুষ্ঠানিক ফল ঘোষণা আজ

/টিআর/
সম্পর্কিত
সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ করেছে: প্রধানমন্ত্রী
ভোট শেষ, কে হচ্ছেন রংপুরের মেয়র?
জাপা প্রার্থী মোস্তফার ক্ষোভ‘ইভিএমের সমস্যার বিষয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগ সত্য মনে হচ্ছে’
সর্বশেষ খবর
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা