X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কাউন্সিলর পদে আ.লীগ এগিয়ে

রংপুর প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৭, ২১:০০আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ২১:০৩

রসিক নির্বাচন

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগ প্রার্থীদের জয়ের পাল্লাই ভারি। ৩৩টি ওয়ার্ডের ১৫টিতে ক্ষমতাসীন দলের প্রার্থীরাই বিজয়ী হয়েছেন। বাকি ওয়ার্ডগুলোর মধ্যে ৯টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী, ৭টিতে জয় পেয়েছে বিএনপি। মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী জয়ী হলেও কাউন্সিলর পদে দলটির মাত্র দুই জন প্রার্থী জয়ী হয়েছেন। অন্যদিকে, বিজয়ী ১১ জন সংরক্ষিত নারী কাউন্সিলরের সবাই স্বতন্ত্র প্রার্থী।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিনব্যাপী ভোটগ্রহণের পর মধ্যরাতে মেয়র পদে নির্বাচনের ফল ঘোষণা করা হলেও কাউন্সিলর পদের ফল ঘোষণা করা হয় আজ শুক্রবার (২২ ডিসেম্বর)। রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার এই ফল ঘোষণা করেন।

নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের কাউন্সিলররা হলেন— ১ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডে মোস্তাফিজার রহমান, ৪ নম্বর ওয়ার্ডে হারাধন চন্দ্র রায়, ৬ নম্বর ওয়ার্ডে মনোয়ারুল ইসলাম লেবু, ৭ নম্বর ওয়ার্ডে মাহফুজার রহমান মাফু, ৮ নম্বর ওয়ার্ডে আব্দুর রশীদ, ১১ নম্বর ওয়ার্ডে জয়নুল আবেদীন, ১৫ নম্বর ওয়ার্ডে জাকারিয়া আলম, ১৬ নম্বর ওয়ার্ডে আমিনুর রহমান, ২০ নম্বর ওয়ার্ডে তৌহিদুল ইসলাম, ২২ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান মিজু, ২৬ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম ফুলু, ২৮ নম্বর ওয়ার্ডে রহমত উল্লাহ বাবলা, ৩২ নম্বর ওয়ার্ডে মাহবুব মোরশেদ ও ৩৩ নম্বর ওয়ার্ডে সিরাজুল ইসলাম।

বিএনপির বিজয়ী কাউন্সিলররা হলেন— ৯ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম দেওয়ানী, ১৪ নম্বর ওয়ার্ডে শফিকুল ইসলাম মিঠু, ১৮ নম্বর ওয়ার্ডে মনতাসীর শামীম লাইকো, ২৩ নম্বর ওয়ার্ডে সেকেন্দার আলী, ২৪ নম্বর ওয়ার্ডে জামাল উদ্দিন, ২৯ নম্বর ওয়ার্ডে মোকতার হোসেন ও ৩০ নম্বর ওয়ার্ডে মালেক মিয়াজ আরজু।

বিজয়ী দুই জাপা কাউন্সির প্রার্থী হলেন— ২১ নম্বর ওয়ার্ডে মাহবুবার রহমান ও ৩১ নম্বর ওয়ার্ডে শামসুল হক।

কাউন্সিলর হিসেবে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন— ৪ নম্বর ওয়ার্ডে মোখলেসুর রহমান তরু, ১০ নম্বর ওয়ার্ডে লাইকুর রহমান নাজু, ১২ নম্বর ওয়ার্ডে রবিউল আবেদীন রতন, ১৩ নম্বর ওয়ার্ডে ফজলে এলাহি, ১৭ নম্বর ওয়ার্ডে আব্দুল গাফফার, ১৯ নম্বর ওয়ার্ডে মাহমুদুর রহমান, ২১ নম্বর ওয়ার্ডে মাহবুবার রহমান মঞ্জু, ২৫ নম্বর ওয়ার্ডে নুরন্নবী ফুলু ও ২৭ নম্বর ওয়ার্ডে আব্দুর রশীদ।

এদিকে, নারী কাউন্সিলর পদে বিজয়ী ১১ জনই স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন— নাসিমা আখতার, বিলকিছ বেগম, সুইটি বেগম, জামিলা বেগম, সাহেদা বেগম, জাহেদা বেগম, ফেরদৌসি বেগম, হাসনা বানু মনোয়ারা সুলতানা, ফরিদা বেগম ও নাজমুন নাহার।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আওয়ামী লীগের আরও কাউন্সিলর জয়ী হওয়ার আশা করেছিলাম। তারপরও যে কয়েকজন বিজয়ী হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট।’

 

/এমএ/টিআর/
সম্পর্কিত
সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ করেছে: প্রধানমন্ত্রী
ভোট শেষ, কে হচ্ছেন রংপুরের মেয়র?
জাপা প্রার্থী মোস্তফার ক্ষোভ‘ইভিএমের সমস্যার বিষয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগ সত্য মনে হচ্ছে’
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া