X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

থানায় আটকে রেখে নারী নির্যাতন: ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৭আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৯:০০

নির্যাতিত নারী

ময়মনসিংহের হালুয়াঘাটে এক নারীকে তিন দিন থানায় আটকে রেখে নির্যাতনের ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন ১৫ দিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ৫নং আমলি আদালতের বিচারক হাফিজার আল আসাদ জেলা পুলিশ সুপারকে এ নির্দেশ দেন। তবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আদালতের এ নির্দেশ তারা পায়নি বলে জানান জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম।

নির্যাতিত ওই নারীর নাম ঝর্ণা বেগম (৪০)। তিনি তিন সন্তানের জননি। তিনি দর্জির কাজ করে সংসার চালান বলে জানান। গত ২১ ডিসেম্বর হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম মিয়াসহ ৬ জনকে আসামি করে তিনি আদালতে অভিযোগ দায়ের করেন।

বাদী পক্ষের আইনজীবী আলহাজ নজরুল ইসলাম সরদার জানান, ১১ আগস্ট দুপুর ১২টার দিকে ধুরাইল বাজারে সিরাজুল ইসলামের দোকানের সামনে থেকে ঝর্ণা বেগমকে ধরে নিয়ে যায় ওসি কামরুল ইসলাম মিয়া। থানায় নিয়ে তার কাছে ৫ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। ওই দিনই রাত আনুমানিক ৩টার দিকে তাকে ওসির রুমে নিয়ে উলঙ্গ করে নির্যাতন করা হয়। এসময় ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ারেস উদ্দিন সুমনও সেখানে ছিল। পরদিন রাতেও তাকে নির্যাতন করা হয়। পরে ১৩ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আদালতে হাজির করে জেল হাজতে পাঠানো হয়। পরদিন বাদী জেল-হাজতে অচেতন হয়ে পড়লে কারা হাসপাতালের মাধ্যমে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আট দিন চিকিৎসাধীন থাকার পর তাকে আবার  হাজতে নেওয়া হয়। পরে তার বিরুদ্ধে পর্যায় ক্রমে হালুয়াঘাট থানায় ৪টি গরু চুরির মামলা দেওয়া হয়। ঝর্ণা বেগম গত ৪ ডিসেম্বর জামিনে মুক্তি পান। পরে চিকিৎসা শেষে ২১ ডিসেম্বর নির্যাতনের অভিযোগ এনে হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম মিয়া, ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ারেস উদ্দিন সুমনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন। গতকাল বুধবার নির্যাতনের বিষয়টি  আমলে নিয়ে আদালত জেলা পুলিশ সুপারকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

নির্যাতিত ঝর্ণা বেগম অভিযোগ করে বলেন, ‘বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ওয়ারেস উদ্দিন সুমনের পক্ষে কাজ না করায় আমাকে নির্যাতনের স্বীকার হতে হয়েছে। এখন আমি বাড়ি যেতে পারছি না। প্রাণের ভয়ে আত্মগোপন করে আছি। চেয়ারম্যান এবং ওসি আমার পরিবারকে নানাভাবে হয়রানি করছে।’

ঝর্ণার বাবা শামসুল আলম জানান, মেয়ের ওপর এমন নির্যাতনের ঘটনায় আমরা হতবাক। ওসি ও চেয়ারম্যান বন্ধু। তাই তাদের সঙ্গে আমরা কোনওভাবেই পারছি না। মেয়েটাকে থানায় আটকে রেখে এমন নির্যাতন কোনও বাবা-মা কি সহ্য করতে পারে?

এ অভিযোগ অস্বীকার করে ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ারেস উদ্দিন সুমন বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসায় একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। নারী নির্যাতনের বিষয়ে আমি কিছুই জানি না।

হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, চুরি মামলায় ঝর্ণা বেগমকে জেল-হাজতে পাঠানো হয়েছিল। তবে তাকে থানায় আটকে রেখে নির্যাতনের বিষয়টি তিনি অস্বীকার করেছেন।

ঝর্ণা বেগমের ওপর নিয়্তানের ঘটনায় মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে দাবি করে জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান বলেন, ‘নির্যাতনের বিষয়টি তদন্ত করা প্রয়োজন, কারণ আইন সবার জন্য সমান।

জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম বলেন, ‘আদালতের নির্দেশ আমরা এখনও হাতে পাইনি। হাতে পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না।’

 আরও পড়ুন: মহেশখালীতে বিমান বিধ্বস্ত: ক্ষতিগ্রস্তরা পাচ্ছে ক্ষতিপূরণ

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়