X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

থার্টি ফার্স্ট নাইটে বন্ধুকে ডেকে এনে গলা কেটে হত্যা

বরিশাল প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৮, ০১:৩১আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ০১:৩৮





বরিশাল থার্টি ফার্স্ট নাইট উদযাপনের কথা বলে বন্ধুকে ডেকে এনে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম চরাদি এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত রোমান ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক। বাকেরগঞ্জ থানার ওসি মো. মাসুদুজ্জামান এ খবর নিশ্চিত করেছেন।

রোমান নলছিটির খোঁজাখালী গ্রামের বাসিন্দা বাদশা খলিফার ছেলে।

ওসি জানান, রোমানের বাবা বাদশা খলিফা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহত রোমানের বন্ধু আমানউল্লাহকে আটক করা হয়েছে। আমানউল্লাহ বরিশাল বিএম কলেজের বাংলা বিভাগের ছাত্র ও চরাদি এলাকার মো. আলাউদ্দিনের ছেলে।

ওসি মাসুদুজ্জামান জানান, সোমবার (১ জানুয়ারি) সকালে চরাদির এলাকার আমানউল্লাহর বাড়ি থেকে রোমানের (২০) গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এলাকাবাসী ও পুলিশে সূত্রে জানা গেছে, রবিবার (৩১ ডিসেম্বর) রাতে থার্টি ফার্স্ট পালনের জন্য নলছিটি পৌর এলাকার খোঁজাখালী গ্রামের আলাউদ্দিনের ছেলে আমানউল্লাহ ও নলছিটি উপজেলার সুবিদপুর গ্রামের বাসিন্দা নলছিটি ডিগ্রী কলেজের ছাত্র রুহান মিলে রোমানকে নিয়ে ঘুরতে বের হয়। তিন বন্ধু রোমানের মোটরসাইকেলে থার্টি ফার্স্ট নাইট পালন শেষে বাকেরগঞ্জের চরাদিতে আমানউল্লাহর গ্রামের বাড়িতে রাতে ঘুমাতে যায়। সোমবার সকালে আশপাশের লোকজন বাড়ির সামনে মোটরসাইকেল দেখলেও কাউকে না পেয়ে ডাকাডাকি শুরু করে। পরে আমানউল্লাহর ঘরের দরজা খুললে ভেতরে রোমানের গলাকাটা মৃতদেহ দেখতে পান।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, তিন জনই মাদকাসক্ত বলে জানা গেছে। তাই মাদকে আসক্ত হয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

নিহত রোমানের বাবা বাদশা খলিফা জানান, গত রবিবার দুপুরে নলছিটিতে জিয়াফত (কুলখানি) অনুষ্ঠান খেয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে তিন বন্ধু চরাদি আসে। সোমবার সকালে বাকেরগঞ্জ থানা পুলিশের মাধ্যমে তার ছেলে খুন হয়েছে এমন খবর শুনে তিনি সেখানে যান। এর আগে খুনিরা রোমানের মোবাইল ফোন থেকে তার ছেলের দুর্ঘটনার খবর জানিয়ে ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে বলে। পরে যোগাযোগ করা হলে ওই মোবাইলটি বন্ধ করে দেয়। তবে কি কারণে রোমানকে খুন করা হয়েছে তা তিনিও জানেন না।

আটক আমানউল্লাহ জানান, রবিবার রাতে থার্টি ফার্স্ট উদযাপনের জন্য রুহান ও সে (আমান) নলছিটি থেকে রোমানকে নিয়ে আসে। তারা তিন বন্ধু রোমানের মোটরসাইকেলে আসার পর রাতে থার্টি ফার্স্ট অনুষ্ঠানে যোগ দেন। আমানউল্লাহ অনুষ্ঠানস্থল থেকে আসার আগেই রোমান ও রুহান তার ঘরে আসে। আমানউল্লাহ ঘরে ফিরে দেখেন রোমানের গলাকাটা মৃতদেহ এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত চোরা পড়ে আছে। তার ধারণা রোমানের গলা কেটে রুহান পালিয়ে গেছে। আমানউল্লাহ এ ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছে। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি