X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ধর্ষণের শিকার হয়ে গায়ে আগুন ধরিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা!

বরিশাল প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৮, ২০:৪৪আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ২০:৪৮

বরিশাল ধর্ষণের শিকার হয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নে নিজের বাড়িতে ১৩ বছর বয়সী ওই স্কুলছাত্রীর দাফন সম্পন্ন হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর সকালে ধর্ষণের শিকার হয় মেয়েটি। পরে নিজ ঘরে গিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী। পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে সোমবার (১ জানুয়ারি) রাতে স্বজনরা গ্রামের বাড়িতে তার লাশ নিয়ে আসেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মঙ্গলবার সকালে পুলিশের উপস্থিতিতে স্কুলছাত্রীর দাফন সম্পন্ন হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান এবং স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি। 

ওই স্কুলছাত্রীর বড় বোন জানান, তাদের বাবা দিনমজুরের কাজ করেন। ঘটনার দিন সকালে তাদের বাড়িতে কেউ ছিল না। এ সময় তার বোনকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী পান্না খানের ছেলে আসাদ খান ডিম ভেজে দেওয়ার জন্য বলে। ষষ্ঠ শ্রেণির ওই স্কুলছাত্রী ডিম পাঠিয়ে দিতে বললে আসাদ তাকে ঘরে এসে ডিম ভাজতে বলে। ঘরে ঢোকার পরে আসাদ তাকে ধর্ষণ করে।

মেয়েটির কান্না শুনে অপর এক মাদ্রাসাছাত্রী ঘরের পাশে এগিয়ে যায়। এসময় আসাদের ছোট ভাই ঘরের দরজা খুলে তাকে তাড়িয়ে দেয়। ওই সময় দরজা খোলা পেয়ে স্কুলছাত্রী পালিয়ে এসে নিজ ঘরের দরজা লাগিয়ে দিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে মন্তব্যের জন্য অভিযুক্ত আসাদ বা তার পরিবারের কাউকে পাওয়া যায়নি।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি