X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বরিশাল থেকে ১০টি রুটে সরাসরি বাস চলাচল বন্ধ

বরিশাল ও ঝালকাঠি প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৮, ১৭:৪৫আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১৭:৪৫

বরিশাল থেকে ১০টি রুটে সরাসরি বাস চলাচল বন্ধ

বরিশালের রুপাতলীস্থ বরিশাল-পটুয়াখালি বাস-মিনিবাস ও ঝালকাঠি বাস মালিক সমিতির দ্বন্দ্বের কারণে ১০টি রুটে বাস চলাচল বন্ধ। কুয়াকাটা রুটের হিস্যা নিয়ে দ্বন্দ্বের কারণে বুধবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

বরিশাল থেকে সরাসরি ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পাথরঘাটা, মঠবাড়ীয়া, ভাণ্ডারিয়া, রাজাপুর,  নলছিটি, মোল্লারহাট ও খুলনা রুটে চলাচলকারী বাসগুলো বন্ধ রয়েছে। তবে বরিশাল ও ঝালকাঠী জেলার সীমান্ত থেকে বাস বদল করে ওই সব রুটে বাস চলাচল করছে।

ঝালকাঠী বাস মালিক সমিতির সভাপতি সরদার শাহ আলম বলেন,‘একই দাবিতে ঝালকাঠী বাস মালিক সমিতি ১৮ থেকে ২০ ডিসেম্বরে পর্যন্ত ধর্মঘট করে। এক পর্যায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে ওই ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করা হয়। ওই বৈঠকে বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য ২ জানুয়ারি পরবর্তী বৈঠকের কথা ছিল। কিন্তু মঙ্গলবার (২ জানুয়ারি) বরিশাল সাকির্ট হাউসের ওই সভায় রূপাতলীস্থ বরিশাল-পটুয়াখালি বাস-মিনিবাস বাস মালিক ও শ্রমিক সংগঠনের কেউই উপস্থিত হননি। এ কারণে আমরা আবারও আন্দোলনে নেমেছি।

তিনি আরও বলেন, ঝালকাঠি থেকে বরিশাল পর্যন্ত মাত্র দুই কিলোমিটার রাস্তা ব্যবহার করে ঝালকাঠির ওপর দিয়ে ৪৬টি বাসের ট্রিপ চলে। অন্যদিকে বরিশাল থেকে পটুয়াখালীর কুয়াকাটা সড়ক পথে ঝালকাঠির ওপর দিয়ে ৮ কিলোমিটার রাস্তা ব্যবহার করছে বরিশাল বাস মালিক সমিতি। অথচ এই রুটে ঝালকাঠি মালিক সমিতির কোনও বাস নেই। এই হিস্যা বৃদ্ধির দাবিতে ঝালকাঠি মালিক সমিতি আন্দোলনের ডাক দিয়েছে।

ঝালকাঠি মালিক সমিতির সাধারণ সম্পাদক মিলন মাহমুদ বাচ্চু বলেন, ‘বরিশাল-বাখেরগঞ্জ, বরিশাল-নিয়ামতি, বরিশাল-কাঠালতলি, বরিশাল-পটুয়াখালি, বরিশাল-বাউফল, বরিশাল-কুয়াকাটা ও বরিশাল-বরগুনার ৭ রুটে ঝালকাঠি বাস মালিক সমিতির বাস চলতে দিতে হবে।

বৈঠকে অনুপস্থিত থাকার কারণ সম্পর্কে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির কার্যনির্বাহী সভাপতি নজরুল ইসলাম খোকন জানান, ‘বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকায় সমন্বয় সমিতির সভায় অংশগ্রহণের জন্য সময় চেয়ে আবেদন করা হয়েছে। তাই পটুয়াখালী, বরগুনা ও বরিশাল বাস মালিক সমিতির নেতারা অনুপস্থিত ছিল।

বরিশাল রুপাতলিস্থ বরিশাল-পটুয়াখালি বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন বলেন, ‘আমরা ইতোমধ্যে বিষয়টি নিয়ে বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ আবুল হাসনাত আবদুল্লার হস্তক্ষেপ কামনা করেছি। তিনি বিষয়টি নিয়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। দুই জেলার বাস মালিক সমিতির দ্বন্দ্ব নিরসনে বুধবার বিকেল কিংবা সন্ধ্যায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়েছে। আশা করছি আজ সমস্যার সমাধান হবে।’

আরও পড়ুন: বিলাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে যুবলীগ নেতা আহত






/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!