X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

যেভাবে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি (ভিডিও)

সাইফুল ইসলাম, মৌলভীবাজার
০৪ জানুয়ারি ২০১৮, ০২:৪০আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১১:২১

 

বিধ্বস্ত হেলিকপ্টার ঘন কুয়াশার কারণে অবতরণের স্থান শনাক্ত করতে না পেরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালীঘাট রোডের বিজিবি ক্যাম্পের ভেতরে বিমান বাহিনীর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে দাবি করেছেন ঘটনার প্রত্যক্ষদর্শী শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশন ম্যানেজার আজিজুল হক রাজন। তিনি বলেন, ‘ঘন কুয়াশার কবলে পড়ে অবতরণের আগে হঠাৎ হেলিকপ্টারটি একটি পাঁচতলা বিল্ডিংয়ের (১৫-২০ ফুট) নিচে নেমে আসে। এরপর ওই বিল্ডিংয়ের গা ঘেঁষে একটু সামনে গিয়ে একটি প্রশিক্ষণ কেন্দ্রের ছাদে আছড়ে পড়ে। এতে হেলিকপ্টারটির একটা ডানা (পাখা) ভেঙে যায়। ওই অবস্থায় আবারও বিকট শব্দে নিচের পাকা গ্রাউন্ডে পড়ে হেলিকপ্টারটি। এসময় সামনের দিকটা চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।’

আজিজুল হক রাজন বলেন, ‘হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে আরোহীদের উদ্ধারে তৎপর হই আমরা। এরপর ভেতর থেকে একে একে ২১ জন আরোহীকে বাইরে নিয়ে আসি। এর মধ্যে ৬ জন ক্রু, ২ জন কুয়েত সেনাবাহিনীর কর্মকর্তা ও ১৩ জন বাংলাদেশ সেনা ও বিমানবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।’ তিনি আরও বলেন, ‘হেলিকপ্টারটি ঢাকা থেকে রওনা হলে আমাদের ফোন করে জানানো হয়। খবর পেয়ে আমরা হেলিকপ্টারটির অবতরণ স্থানের ১০০ গজ দূরে অবস্থান নেই।’

শ্রীমঙ্গলের চা শিল্পের উন্নয়নে কুয়েত সরকারের অর্থায়নে একটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজে বিদেশি অতিথিরা এসেছিলেন বলেও জানান আজিজুল হক রাজন।

এদিকে, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জয়নাল আবেদীন টিটো ও ডা. রিপন চন্দ্র দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হেলিকপ্টারের আরোহীদের মধ্যে চার জন আহত হন। এর মধ্যে বিজিবির ফ্লাইট লেফটেন্যান্ট মেহেদী ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ফরহাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং কুয়েত সেনাবাহিনীর মেজর জেনারেল খালিদ মো. আব্দুল্লাহ ও মেজর জেনারেল আলী আল বাশারকে মৌলভীবাজার সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যরা সবাই সুস্থ রয়েছেন।’

শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বেরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হেলিকপ্টারে সার্জেন্ট ওমর, সার্জেন্ট জাহিদ ও সার্জেন্ট রেজাসহ বেশ কয়েকজন কিছুটা আহত হয়েছেন। তবে কারও অবস্থাই গুরুতর নয়।’ বিকাল ৪টার দিকে বিদেশি অতিথিরা সড়কপথে ঢাকায় ফিরেছেন বলেও জানান তিনি।

শ্রীমঙ্গল অবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আনিছুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার অবস্থা বুঝে হেলিকপ্টারটির আসার দরকার ছিল।’

উল্লেখ্য, বুধবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ১৮ মিনিটে শ্রীমঙ্গলের কালীঘাট রোডের বিজিবি সেক্টরের ভেতরে ২১ জন আরোহী নিয়ে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এ ঘটনায় কুয়েত সেনাবাহিনীর দুই কর্মকর্তাসহ চার জন আহত হন।

/এমএ/এএইচ/ এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন