X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষ, গোলাগুলি

সিলেট প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০১৮, ১২:৫৫আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১৫:০৯

ক্যাম্পাসে রঞ্জিত গ্রুপের অনুসারীদের অবস্থান সিলেট শহরের টিলাগড় এলাকায় মুরারী চাঁদ (এমসি) কলেজে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংগঠনের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে দিচ্ছে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকারের অনুসারীরা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এমসি কলেজের ভেতরে মিছিল করছিল।  মিছিলটি এমসি কলেজের পুকুরপাড়ে যাওয়া মাত্রই কলেজের ভেতরে প্রবেশ করে সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদ গ্রুপের অনুসারীরা। খবর পেয়ে রঞ্জিত গ্রুপের অনুসারীরা আজাদ গ্রুপের অনুসারীদের ধাওয়া দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপসহ গোলাগুলির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বর্তমানে ক্যাম্পাসের ভেতরে ও বাইরে বিপুল সংখ্যক র‌্যাব-পুলিশ মোতায়েন রয়েছে। দুটি গ্রুপই সিলেট নগরীর টিলাগড় কেন্দ্রিক।

রঞ্জিত গ্রুপের নেতা সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম জানান, টিলাগড় কেন্দ্রিক আজাদ গ্রুপের অনুসারীরা বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে এসে কলেজ ছাত্রলীগের ওপর হামলা চালানোর চেষ্টা করলে নেতাকর্মীরা তাদেরকে ক্যাম্পাস থেকে প্রতিহত করে।

টিলাগড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান সংঘর্ষের খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, কলেজে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে গোলাগুলির বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

/টিআর/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা