X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সোমবার গাইবান্ধার সুন্দরগঞ্জে আসছেন এরশাদ

গাইবান্ধা প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৮, ২৩:১০আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ২৩:১৪





হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সোমবার (০৮ জানুয়ারি) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আসছেন। দুপুর ২টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে সুন্দরগঞ্জ উপজেলা শহরের আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এসে পৌঁছাবেন তিনি। এরপর তিনি আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য দেবেন।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আগামী ১৩ মার্চ উপ-নির্বাচনকে ঘিরে সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি এ জনসভার আয়োজন করেছে।

রবিবার (০৭ জানুয়ারি) বিকালে গাইবান্ধা জেলা প্রশাসনের কাছে পাঠানো এরশাদের একান্ত সচিব মেজর (অব.) মো. খালেদ আখতার স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়েছে।
এরশাদের সঙ্গে জনসভায় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাফাসহ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্যরা উপস্থিত থাকবেন।

এছাড়া এরশাদের আগমন ও জনসভাকে কেন্দ্র করে গাইবান্ধা জেলা ছাড়াও রংপুর বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা পর্যায়ের জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেবেন।

জাতীয় পার্টির উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘এরশাদের আগমনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এছাড়া জনসভার জন্য প্যান্ডেল নির্মাণ কাজও শেষ হয়েছে। হেলিকপ্টার থেকে নামার পরই দলীয় নেতাকর্মীরা এরশাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন।’
জেলা প্রশাসনের কাছে পাঠানো পত্র তিনি আরও বলেন, ‘গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের এমপি গোলাম মোস্তফা আহমেদ সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ ডিসেম্বর মারা যান। এ কারণে এ আসনটি শুন্য হওয়ায় আগামী ১৩ মার্চ উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মূলত উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণাসহ নির্বাচনি প্রচারণা শুরুর জন্য এ জনসভার আয়োজন করা হয়েছে।’
জনসভা শেষে করে বিকাল সাড়ে ৪টার দিকে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে যাবেন এরশাদ।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান জানান, এরশাদের আগমন ও জনসভাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সুন্দরগঞ্জ থানার পুলিশ ছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে জনসভাসহ আশপাশের এলাকায়। এছাড়া যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ জায়গায় র্যা বের টহলও থাকবে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সরকারদলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন নিজ বাড়ি সুন্দরগঞ্জের বামনডাঙ্গার মাস্টারপাড়া গ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ কারণে আসনটি শূন্য হয়। পরে ২০১৭ সালের ২২ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে প্রায় ৩১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে এমপি নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ। কিন্তু তিনিও মারা যাওয়ায় আসনটি আবারও শুন্য হয়। আগামী ১৩ মার্চ এ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!