X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কমলগঞ্জে হামলা চালিয়ে আসামি ছিনতাই, চার পুলিশ আহত

মৌলভীবাজার প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৮, ০১:৫০আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ০১:৫৭

মৌলভীবাজার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে আব্দুল মতলিব (৩৮) নামের এক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে তার স্বজনেরা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে পুলিশের চার সদস্য আহত হয়েছেন। শনিবার দিনগত রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার (৭ জানুয়ারি) রাতে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ারুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

আব্দুল মতলিব উপজেলার বাঘমারা গ্রামের আব্দুল গফুরের ছেলে। আব্দুল মতলিবের বিরুদ্ধে বন আইনে ৮টি মামলা রয়েছে। প্রত্যক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

পুলিশ জানায়, কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) চম্পক ধাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হামিদ, এএসআই সুশেন ও রিজার্ভ পুলিশের সদস্য দীপেন্দ্র দাশ আহত হয়েছেন। আহতদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ আরও জানায়, শনিবার রাত ২টায় এসআই চম্পক ধাম, এএসআই মো. আব্দুল হামিদ ও মহসীনসহ পুলিশের একটি দল বাঘমারা গ্রামে অভিযান চালিয়ে মতলিবকে গ্রেফতার করে। এসময় মতলিবের স্বজনেরা পুলিশের ওপর হামলা চালায় এবং মতলিবকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়। আত্মরক্ষার্থে পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে খবর পেয়ে মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ারুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (কমলগঞ্জ সার্কেল) খন্দকার মো. আশফাকুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

কমলগঞ্জ থানার ওসি মোক্তাদির হোসেন পিপিএম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। মতলিবসহ হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক