X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সাঁওতাল পল্লীতে হামলা মামলার আসামি রুহুল আমিন গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৮, ২২:০৬আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ২২:১৫

সাঁওতালদের উচ্ছেদের সময় পুলিশের অ্যাকশন (ফাইল ছবি)

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে হামলার মামলার আসামি রুহুল আমিনকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের মাদারপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পিবিআই গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেন মিয়া এ খবর নিশ্চিত করেন।

রুহুল আমিন রংপুর চিনিকলের আওতাধীন মহিমাগঞ্জ চিনিকলের শ্রমিক সর্দার। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের জয়পুরপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে। সাঁওতাল পল্লীতে হামলার ঘটনায় থমাস হেমরনের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেন মিয়া বলেন, ‘প্রাথমিক তদন্তে সাঁওতাল পল্লীতে হামলার ঘটনায় রুহুল আমিনের জড়িত থাকার তথ্য-প্রমাণ মিলেছে। হামলার পরও রুহুল আমিন নিজে ও শ্রমিকদের দিয়ে বিভিন্ন সময় সাঁওতালদের অত্যাচার-নির্যাতন করতেন। এসব ঘটনায় সাঁওতালরা রুহুল আমিনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বেশ কয়েকটি সাধারণ ডায়েরি করেন।’

আকতার হোসেন মিয়া আরও বলেন, ‘গ্রেফতার এড়াতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসছিল রুহুল আমিন। গোপন খবরে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার বিকালের মধ্যে তাকে গোবিন্দগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।’

প্রসঙ্গত, গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে আখ কাটাকে কেন্দ্র  করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে ৯ পুলিশ তীরবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হন চারজন সাঁওতাল। নিহত হন তিন সাঁওতাল। এছাড়া উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা