X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

এখন দেশের উন্নয়নে কাজ করার সময়: পানিসম্পদমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৮, ০২:৪৩আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১১:০৭

বক্তব্য রাখছেন আনোয়ার হোসেন মঞ্জু (ছবি- প্রতিনিধি)

দেশের উন্নয়নে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। তিনি বলেছেন, ‘এখন দেশের উন্নয়নে কাজ করার সময়। দেশকে ভালোবাসতে হবে, দেশের উন্নয়নে ঐক্যভাবে কাজ করতে হবে। যে যে-ই অবস্থায় থাকি না কেন, কাজ করার কোনও বিকল্প নেই।’

শুক্রবার (১২ জানুয়ারি) বিকালে পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার বড় কানুয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘বর্তমান সরকার আগামীতেও ক্ষমতায় থাকলে বিভিন্ন এলাকার আরও উন্নয়ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১০ বছর কাজ করার সুযোগ পেয়েছি। তাই দক্ষিণাঞ্চলের অবহেলিত মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে সক্ষম হয়েছি।’

তিনি আরও বলেন, ‘৩২ বছরের রাজনৈতিক জীবনে ১৭ বছর বিভিন্ন মন্ত্রণালয়ে দ্বায়িত্ব পালনের সৌভাগ্য আমার হয়েছে। এই দীর্ঘ সময় আপনাদের জন্য কাজ করার সুযোগ পাওয়ায় আমি নিজেকে ধন্য মনে করি।’

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘একসময় ভান্ডারিয়ার মানুষ লবণাক্ত পানি পান করতেন, আর এখন বিশুদ্ধ পানি পাচ্ছেন। এরপর প্রতিটি ইউনিয়নে বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। তবে এই পানির যাতে কোনও অপচয় না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।’

সুধী সমাবেশে সভাপতিত্ব করেন বড় কানুয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম সরোয়ার জোমাদ্দার। মন্ত্রী এসময় কানুয়া মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন। এর আগে তিনি ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর হাজী লেহাজ উদ্দিন দাখিল মাদ্রাসার নব-নির্মিত একাডেমিক ভবন, গৌরিপুর ইউনিয়নের পৈকখালী হাট থেকে জোমাদ্দার হাট পর্যন্ত নব-নির্মিত সড়ক উদ্বোধন করেন। এসময় ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জেপির যুগ্ম-আহ্বায়ক আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, গৌরিপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান চৌধুরী, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না উপস্থিত ছিলেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা