X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শনিবার মধ্যরাত থেকে টঙ্গী মহাসড়কে যান চলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৮, ১৩:৪১আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১৪:০৮

বিশ্ব ইজতেমায় যোগ দিচ্ছেন মুসল্লিরা বিশ্ব ইজতেমার কারণে শনিবার মধ্যরাত থেকে গাজীপুরের টঙ্গী মহাসড়ক ও ইজতেমা ময়দানের আশপাশের এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ শনিবার দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। আখেরি মোনাজাত শেষ হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুর পৌনে ১টায় ইজতেমা ময়দানের পুলিশ কন্ট্রোল রুমে আয়োজিত ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, ‘শনিবার মধ্যরাত থেকে আখেরি মোনাজাত পর্যন্ত গাজীপুরে চান্দনা চৌরাস্তা থেকে ঢাকার পথে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। ঢাকা থেকে উত্তরাঞ্চল ও ময়মনসিংহগামী সব যান আবদুল্লাহপুরের পর আর যেতে পারবে না, তবে বিকল্প পথে চলতে পারবে। সাময়িক অসুবিধার জন্য আমরা যাত্রীদের কাছে ক্ষমাপ্রার্থী।’ বিশ্ব ইজতেমায় যোগ দিচ্ছেন মুসল্লিরা

এরইমধ্যে ইজতেমা ময়দান মুসল্লিদের সমাগমে মুখরিত হয়ে উঠেছে। তবে আখেরি মোনাজাতে যোগ দিতে আরও বেশি মানুষ টঙ্গীর দিকে আসবেন বলে ধারণা করা হচ্ছে। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। সেনাবাহিনী তুরাগের ওপর সাতটি ভাসমান পল্টুন ব্রিজ তৈরি করেছে।   বিশ্ব ইজতেমা  

মুসল্লিদের নিরাপত্তায় পুলিশের সাত হাজার সদস্য ও র‌্যাবের ২৫০ থেকে ৩০০ সদস্য মাঠে মোতায়েন করা হয়েছে। এছাড়া ৪১টি সিসি ক্যামেরা ইজতেমা মাঠের চারপাশে স্থাপন করা হয়েছে। ময়দানের প্রতিটি খিত্তায় ছয় জন করে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা, চেকপোস্ট, মেটাল ডিটেক্টর, নৌ টহল ও ভিডিও ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করা হচ্ছে। পুলিশের পক্ষে থেকে ১৫টি ওয়াচ টাওয়ার থেকে নজর রাখা হচ্ছে। এছাড়া মাঠজুড়ে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের কড়া নজরদারি রাখছেন।

আরও পড়ুন- 

বিশ্ব ইজতেমার সময় যান চলাচল ও পার্কিংয়ে ডিএমপি’র নির্দেশনা

বিশ্ব ইজতেমায় যেসব রুটে বিশেষ ট্রেন

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়