X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সাভারে তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ, আটক ১

সাভার প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৮, ১৭:৪৫আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১৭:৫৯

সাভার সাভারের আশুলিয়ায় মোবাইল ফোনে কল করে প্রেমিকাকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষক প্রেমিক রাসেল মিয়াকে (৩২) আটক করেছে পুলিশ। ধর্ষণের শিকার তরুণী পেশায় গার্মেন্টস শ্রমিক। শুক্রবার (১২ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটক রাসেল মিয়া (৩২) বগুড়া জেলার সারিয়াকান্দি থানার কামালপুর গ্রামের আলা মিয়ার ছেলে।
এসআই মোমিনুল হক জানান, গার্মেন্টস শ্রমিক ওই তরুণীর সঙ্গে গাজীপুরের চন্দ্রা এলাকার রাসেল মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনাটি জানাজানি হলে গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) কয়েকজন তরুণ রাসেলের দুলাভাই আল-আমিনকে শারীরিকভাবে লাঞ্চিত করে।
এ ঘটনার প্রতিশোধ নিতে শুক্রবার দুপুরে মোবাইল ফোনে কল করে কৌশলে ওই তরুণীকে ডেকে নিয়ে যায় রাসেল। এরপর তাকে জোর করে গাড়িতে তুলে গাজীপুর নিয়ে যায়। সেখানে রাসেল ও তার কয়েকজন বন্ধু ওই তরুণীকে ধর্ষণ করে। পরে তাকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী এলাকায় ফেলে যায়।
শুক্রবার রাত ১০টার দিকে ওই তরুণীকে রাস্তার পাশে অচেতন অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ধর্ষক রাসেলকে আটক করে।
এসআই মোমিনুল বলেন, ‘ওই তরুণীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। ধর্ষকরা তাকে মেরে ফেলার হুমকি দিয়ে চুপ থাকতে বলেছিল। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।’
আরও পড়ুন-
‘গুলিতেই তিন জঙ্গির মৃত্যু’
‘যারা পিছিয়ে পড়তে চায়, তাদের নির্বাচনে আনার দায়িত্ব আ.লীগের নয়’

/এসএসএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা