X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হিলিতে ট্রেন ট্র্যাজেডি দিবস পালিত

হিলি প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৮, ২০:৪৪আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ২০:৫৩

হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস পালিত দিনাজপুরের হিলিতে কালো ব্যাজ ধারণ, স্মরণ সভা ও নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের মাধ্যমে ‘হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস’ পালিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় হিলি রেলওয়ে একতা ক্লাবের আয়োজনে রেলওয়ে স্টেশন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তারা বলেন, ২৩ বছর আগে ১৯৯৫ সালের এই দিনে হিলি রেলওয়ে স্টেশনে ট্রেন দুর্ঘটনায় তিনটি বগি দুমড়ে গিয়ে ২৭ জন মানুষের মৃত্যু হয়। সরকারিভাবে মৃতের সংখ্যা ২৭ বলা হলেও স্থানীয়দের দাবি, ওই ঘটনায় অন্তত শতাধিক ব্যক্তি নিহত হয়েছে।

হিলি রেলওয়ে একতা ক্লাবের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মণ্ডল, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাবেক মেয়র কামাল হোসেন রাজ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর রহমান কাজল প্রমুখ।

হিলি রেলওয়ে স্টেশন কার্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৯৯৫ সালের ১৩ জানুয়ারি শুক্রবার রাত সাড়ে ৯টায় ক্রসিংয়ের জন্য হিলি রেলওয়ে স্টেশনের এক নম্বর লাইনে দাঁড়িয়েছিল গোয়ালন্দ-পার্বতীপুরগামী ৫১১ নম্বর লোকাল ট্রেনটি।  কিন্তু দায়িত্বরত স্টেশন মাস্টার ও পয়েন্টস ম্যানের অবহেলায় ভুল সংকেতের কারণে সেই এক নম্বর লাইনেই ঢুকে পড়ে সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী ৫৪২ নম্বর সৈয়দপুর-খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি। ফলে দুইটি ট্রেনের মুখোমুখি সংষর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় বিকট শব্দে পুরোপুরি দুমড়ে মুচড়ে যায় লোকাল ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি। পরে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন ও স্থানীয়রা দুর্ঘটনায় নিহত ও আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনার পরের দিন ১৪ জানুয়ারি দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপুরণের আশ্বাস দেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তদন্ত কমিটিও গঠন করা হয়। কিন্তু ২৩ বছর পরেও আহত ও নিহতদের অনেক পরিবার ক্ষতিপূরণের সেই টাকা পায়নি।  তদন্ত কমিটির প্রতিবেদনও আলোর মুখ দেখেনি।

 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’