X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

কাপাসিয়ায় সরকারি গাছ লুটের মহোৎসব

গাজীপুর প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৮, ২১:০৮আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ২১:১৪

কাপাসিয়ায় সরকারি গাছ কাটা হচ্ছে

গাজীপুরের কাপাসিয়ায় পল্লী বিদ্যুতের তার ও খুঁটির আশেপাশের সরকারি গাছ কেটে নেওয়ার মহোৎসব চলছে।পল্লী বিদ্যুতের ‘রাইট অব ওয়ে ক্লিয়ারিং’ এর আওতায় গাছের ডালপালা কেটে ফেলার পর সরকার দলীয় নেতা-কর্মীদের নাম ভাঙিয়ে বিভিন্ন জাতের কয়েক হাজার গাছ কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাবশালী মহল। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ও সড়ক বিভাগের নিয়ন্ত্রণাধীন এসব গাছ সংশ্লিষ্ট বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় কেটে নিয়ে বিক্রি করছে। পরে তা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয় পল্লী বিদ্যুৎ বিভাগও বিব্রতকর অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন একাধিক কর্মকর্তা।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কাপাসিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম-অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) প্রকৌশলী আব্দুল্লাহ আল হাদী জানান, যে সব এলাকার মধ্য দিয়ে পল্লী বিদ্যুতের লাইন গেছে, সে সব এলাকায় বিদ্যুতের তারের পাশের গাছ কেটে পরিষ্কার করার বিধান রয়েছে। ঝড়ের সময় বাতাসে গাছের ডালপালা ভেঙে যাতে বিদ্যুতের তারের কোনও ক্ষতি না হয়, সেজন্য প্রতি বছরের মতো এবছরও বৈদ্যুতিক তার থেকে নির্ধারিত দূরত্ব বজায় রেখে গাছ ও গাছের ডালপালা কাটা হচ্ছে। গ্রাহকদের নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের জন্য এ কার্যক্রম চলছে। এ কার্যক্রম শুরুর আগে এলাকায় মাইকিং করে গাছ কাটার বিষয়টি জানানো হয়েছে। এছাড়া স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদেরও চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

তিনি আরও জানান, কাপাসিয়া উপজেলায় ১২ কিলোমিটারের বেশি বিদ্যুতের লাইন রয়েছে। এই এলাকার বিদ্যুতের লাইনের কাছাকাছি কাঁঠাল, তাল, আম, জাম, লিচু, গজারী, মেহগনি, আকাশী ও শিশুসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩৬ হাজার গাছ। এর মধ্যে বেশিরভাগই কাঁঠাল গাছ। নিয়ম অনুযায়ী, বিদ্যুতের লাইনের তার থেকে ডানে ১০ ফিট এবং বামে ১০ ফিট এলাকার গাছ কাটতে হবে। পরে ৪৫ ডিগ্রি কৌণিকভাবে গাছের ডালপালা কেটে ছেঁটে দিতে হবে, যাতে বাতাস বা ঝড়ের সময় ডালপালা ভেঙে বিদ্যুতের তারের ওপর না পড়ে। এ লক্ষ্যে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে মেইন লাইনের কাছাকাছি যে গাছগুলো রয়েছে, শুধুমাত্র ওইগুলোর ডালপালা ছেঁটে পরিষ্কার করা হচ্ছে। কোনও গাছের গুড়ি কাটা হচ্ছে না। কারণ এখানকার বেশির ভাগ গাছই ফলদ গাছ।

কাপাসিয়ায় সরকারি গাছ কাটা হচ্ছে

তিনি বলেন,‘গাছের গুড়ি থেকে কেটে ফেলা হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে, এ বিষয়টি মাথায় রেখেই কাজ করা হচ্ছে। ডালপালা ছেটে দেওয়ার পর গাছের মালিকরা তা নিয়ে যায়। পল্লী বিদ্যুতের শ্রমিকরা শুধু গাছের ডালপালা কেটে দেয়। তবে কিছু লোক নির্ধারিত দূরত্বের চেয়ে বেশি দূরের এবং সড়কের অন্য পাশ থেকেও সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছে। এর সঙ্গে পল্লী বিদ্যুতের লোকজন জড়িত নয়। বরং বিষয়টি নিয়ে আমরা বিব্রত।’

সরেজমিনে এলাকায় গিয়ে জানা গেছে, কাপাসিয়া উপজেলার আমরাইদ, বড়হর, হাইলজোরসহ কয়েকটি এলাকায় গত কয়েকদিন ধরে পল্লী বিদ্যুতের লোকজন শুধু ডালপালা কেটে বিদ্যুতের লাইন পরিষ্কার করছে। অন্যদিকে স্থানীয় একটি প্রভাবশালী মহল সরকারি গাছ কেটে বিভিন্ন সমিল ও ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, কাপাসিয়ার বড়হড় নতুন বাজার থেকে আড়ালজুড়ি ব্রিজ পর্যন্ত ১ কিলোমিটার জায়গার গাছ কেটে নিয়েছে বাবুল মুন্সি নামে সরকার দলীয় স্থানীয় এক নেতা। বাধা দেওয়ায় পল্লী বিদ্যুতের স্থানীয় লোকজনসহ স্থানীয় কয়েক জনকে বাবুল মুন্সী হুমকী দিয়েছেন। এছাড়া বানরখোলা, দেওড়া, গিয়াসপুর মোড় থেকে দুলালপুর বাজার পর্যন্ত এলাকার গাছ কেটে নিয়েছেন স্থানীয় বারিষাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু ও ইউপি সদস্য সেলিম মেম্বার। অন্যদিকে আমরাইদ বাজারের পশ্চিম অংশের বড় বড় শিশু গাছ ও আমরাইদ বাজার থেকে নরসিংহপুর ব্রিজ পর্যন্ত  ৬টি মেহগনি গাছ কেটে নিয়েছেন স্থানীয় রায়েদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আমরাইদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা কামাল বাদল। স্থানীয়দের অভিযোগ, তিনি নিজেকে স্থানীয় এমপির লোক হিসেবে পরিচয় দিয়ে নানাভাবে প্রভাব বিস্তার করছেন।

সরকারি এসব গাছ লুটপাটের বিষয়ে পল্লী বিদ্যুতের আমরাইদ অফিসের ইনচার্জ জামালউদ্দিন বলেন, ‘আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।’ 

গাছ লুটের বিষয়টি জানতে চাইলে স্থানীয় রায়েদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য মোশারফ হোসেন সরকার টিটু বলেন,‘স্থানীয় আওয়ামী লীগ অফিসের কথা বলে গাছ কেটে নিয়েছে মোস্তফা কামাল বাদল। তবে তিনি পার্টি অফিসে তা দিয়েছেন কি না, আমি বলতে পারবো না।’

এ ব্যাপারে জানতে মোস্তফা কামাল বাদলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কোনও গাছ নেইনি। তবে পল্লী বিদ্যুতের লোকজন আমার কাছে সহযোগিতা চেয়েছিল, এ কারণে আমি কয়েকবার কয়েকটি স্পটে গিয়েছি। স্থানীয় লোকজন আমার নামে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। তবে এবার নয়, বেশ কিছুদিন আগে আমি একটি সরকারি গাছ নিয়ে পার্টি অফিসের জন্য ৫টি চেয়ার বানিয়েছি।’ অন্যদিকে বারিষাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলুর মোবাইল ফোনে বার বার ফোন দিলেও  তিনি তা  রিসিভ করেননি।

গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। সরকারি সম্পদ এভাবে কেউ লুট করতে পারে না। আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিব।’

এদিকে, গাছ কাটার বিষয়টি জানতে পেরে গাজীপুর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেনের নির্দেশে গত রবিবার কাপাসিয়া থানায় একটি জিডি করা হয়েছে।

এ বিষয়ে কাপাসিয়া উপজেলা প্রকৌশলী আহম্মেদ আবদুল্লাহ বলেন,‘গাছ চুরি করে নিয়ে যাওয়ার বিষয়ে আমরা থানায় সাধারণ ডায়েরি করেছি। আরও তদন্ত করে এর সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 আরও পড়ুন: ‘নির্বাচনে না এলে বিএনপি নামের পার্টি হারিয়ে যাবে’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক