X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

নেতাই নদীতে ব্রিজ চান এলাকাবাসী

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
১৩ জানুয়ারি ২০১৮, ২২:৫৭আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ২৩:২১





ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার নেতাই নদী ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার নেতাই নদীর ওপর ব্রিজ না থাকায় প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী। কৃষিপণ্য পরিবহন করতে না পারায় ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষকরা। শিক্ষার্থীরা বাঁশের সাঁকো পার হতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। তাই নেতাই নদীতে ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

তারা বাংলা ট্রিবিউনকে জানান, হালুয়াঘাট ও ফুলপুরসহ পাশের তারাকান্দা ও পূর্বধলা উপজেলার মানুষ এ নদী পার হয়ে ময়মনসিংহ সদর ও পাশের জেলা নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সদরে যেতে হয়। ব্রিজটি নির্মাণ হলে দুর্গাপুর যাওয়ার দূরত্ব ৩০ কিলোমিটার কমবে।

দক্ষিণ মাইজপাড়া গ্রামের কৃষক রহমত আলী জানান, সীমান্তবর্তী দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নসহ পাশের এলাকাগুলোতে ব্যাপকভাবে ধান ও সবজিসহ কৃষিপণ্য উৎপাদন হয়ে থাকে। ব্রিজ না থাকায় এসব কৃষিপণ্য ধোবাউড়াসহ ময়মনসিংহে নেওয়া সম্ভব হয় না। রিকশা ও ভ্যানে করে নিতে হয়। এতে পরিবহন খরচ বেশি পড়ে যায়।

ভ্যানচালক মতি মিয়া জানান, ভ্যান ও রিকশা নিয়ে নদীর ওপর দিয়ে বাঁশের সাঁকো পারাপারে অনেক সময় মালামালসহ ভ্যান ও রিকশা নিচে পড়ে যায়। তখন দুর্ভোগের আর সীমা থাকে না।

দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দুলাল মিয়া জানান, ব্রিজ নির্মাণ হলে দুর্গাপুর হয়ে সিলেটে যাওয়ার রাস্তাও কমে আসবে। ব্রিজ না থাকায় রোগীদের সহজে ময়নমসিংহ মেডিক্যালে নেওয়াও সম্ভব হয় না।

স্কুল শিক্ষার্থী রেশমা আক্তার জানান, খরস্রোতা নেতাই নদীতে বর্ষাকালে চরম দুর্ভোগ পোহাতে হয়।

ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার নেতাই নদী দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল হক জানান, নেতাই নদীর ওপর ব্রিজ নির্মাণের জন্য তিনি ২০১৭ সালের ১৫ নভেম্বর বর্তমান এমপি জুয়েল আরেংয়ের কাছে গিয়েছিলেন। এর আগে তার বাবা অ্যাডভোকেট প্রমোদ মানকিনের কাছেও বারবার গিয়েছেন। তারা ব্রিজ নির্মাণে প্রতিশ্রুতি দেওয়ার পরও দীর্ঘ দিনেও এই ব্রিজটি নির্মাণ হয়নি। এ প্রসঙ্গে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের এমপি জুয়েল আরেং বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নেতাই নদীর ওপর ব্রিজ নির্মাণের জন্য তিনি একাধিকবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলীর সঙ্গে দেখা করেছেন। এটি বর্তমানে এলজিইডি দফতরের ডিজাইন শাখায় রয়েছে।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কালিকাবাড়ি ঘাটে নেতাই নদীর ওপর ব্রিজ নির্মাণে এলজিইডি মন্ত্রণালয়ের উদ্যোগে ২০১৭ সালের ২২ ডিসেম্বর প্রকল্প সম্ভাব্যতা যাচাই টিম গঠন করা হয়েছে। খুব শিগগিরই এই টিম পরিদর্শন করবে এবং সম্ভাব্যতা বিষয়ে রিপোর্ট দেওয়ার পরই প্রকল্পের কাজ শুরু হবে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
আজও উদঘাটন হয়নি ৩০ জনকে জীবিত উদ্ধার করা বাবু হত্যার রহস্য
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছরআজও উদঘাটন হয়নি ৩০ জনকে জীবিত উদ্ধার করা বাবু হত্যার রহস্য
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক