X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সোনারগাঁওয়ে ইভটিজিংয়ে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৮, ১৯:৩৩আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৯:৩৩

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মামাতো-বোনকে ইভটিজিংয়ে বাধা দেওয়ায় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বখাটেরা। নিহত যুবকের নাম সুলতান আহমেদ মিন্টু (৩৫)। রবিবার (১৪ জানুয়ারি) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিন্টুর মৃত্যু হয়।

মিন্টুর মৃত্যুর সংবাদ পেয়ে রবিবার সকালে ছোট সাদিপুর এলাকায় ইভটিজিং এর দায়ে অভিযুক্ত যুবকের বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বিষয়টি নিশ্চিত করেছেন সোনরাগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকার ফাতেমা আক্তার মিতুকে বেশ কয়েকদিন ধরে একই উপজেলার বন্দরা গ্রামের রফিকের বখাটে ছেলে জাকির ইভটিজিং করে আসছিল। মিন্টু গত শুক্রবার (১২  জানুয়ারি) তার বোনকে উত্ত্যক্ত না করতে জাকিরকে নিষেধ করলে সে ক্ষিপ্ত হয়ে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে।পরে স্থানীয়রা মিন্টুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল হাসাপাতালে পাঠানো হয়। সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকার পর রবিবার সকালে তিনি মারা যান। এদিকে মিন্টুর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে  জাকির হোসেনের বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত সুলতান আহমেদ মিন্টু উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকার সামসুল হকের ছেলে।     

সোনারগাঁও থানার ওসি (অপারেশন) আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘নিহত মিন্টু ও অভিযুক্তদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের ঘটনা তদন্ত করে খুব শিগগিরই অভিযুক্তকে গ্রেফতার করা হবে।

আরও পড়ুন: রাজশাহীতে জামায়াত-শিবিরের দুই নেতা গ্রেফতার


/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
প্রিয় দশ
প্রিয় দশ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে