X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শীত থেকে বাঁচতে জ্বললো আগুন, জীবন পুড়ে গেল

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম
১৫ জানুয়ারি ২০১৮, ১১:১০আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৬:২০

হাড় কাঁপানো শৈত্যপ্রবাহ ও টানা শিশিরপাতের ফলে ওষ্ঠাগত হয়ে পড়েছে কুড়িগ্রামের মানুষের প্রাণ। গরম কাপড় পরেও কনকনে হিম থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। এখানে ওখানে খড়কুটোতে আগুন জ্বেলে তাপ পোহাতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে। সম্প্রতি শীত তাড়ানোর জন্য আগুন পোহাতে গিয়ে সেই আগুনে পুড়েই প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ। সদর উপজেলার কৃষ্ণপুর ডাকুয়াপাড়ার বাঘডোবার পাড় গ্রামের ঘটনা এটি।

আগুন পোহাচ্ছেন কুড়িগ্রামের লোকজন বৃহস্পতিবার (১১ জানুয়ারি) আগুন পোহানোর সময় কাপড়ে আগুন লেগে দগ্ধ হন ওসমান আলী নামের ৭৫ বছর বয়সের একজন মুক্তিযোদ্ধা। তিন দিন ধরে জীবনের জন্য লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য শনিবার বিকালে (১৪ জানুয়ারি) ঢাকায় নেওয়ার পথে প্রাণ হারান।  

কুড়িগ্রাম সদরের সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাতেন জানান, প্রচণ্ড শীতের কারণে তিনি গত বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে আগুন পোহাচ্ছিলেন। হঠাৎ করে তার কাপড়ে আগুন লেগে যায়। এসময় তার শরীরের ৪৫ ভাগ পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরিস্থিতির অবনতি হলে তাকে নেওয়া হয় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। শনিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তরের জন্য চিকিৎসকরা পরামর্শ দেন। বিকাল সাড়ে ৪টার দিকে তাকে ঢাকা নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে থাকা অবস্থাতেই প্রাণ হারান।

রবিবার দুপুরে পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এসময় স্থানীয় প্রশাসনের পক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিন আল পারভেজের উপস্থিতিতে গার্ড অব অনার দেওয়া হয় তাকে। এছাড়াও সেনাবাহিনীর পক্ষ থেকে সাবেক এই সেনা সদস্যকে শেষ সম্মান জানান রংপুর সেনানিবাসের ওয়ারেন্ট অফিসার আব্দুর রফিকের নেতৃত্ব ১৭ সদস্যের চৌকষ সেনা দল। এসময় তার সম্মানে ৩০ রাউন্ড ফাঁকা গুলি করা হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মৃত্যুর সময়  স্ত্রী ও ৮ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ওসমান আলী। তিনি ওই এলাকার মৃত জহির আলীর পুত্র। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের হাতে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা এবং সেনাবাহিনীর পক্ষ থেকে ৩ হাজার টাকা তুলে দেওয়া হয়।

কুয়াশায় ধোঁয়াশা ভর দুপুরের কুড়িগ্রাম এদিকে জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, কুড়িগ্রামে টানা শৈত্যপ্রবাহে স্বাভাবিক জীবন ব্যাহত হয়ে পড়েছে। রবিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়রা জানান, এবার শীতের মাত্রা বেশি হওয়ায় দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। শীতের কারণে কাজের জন্য ঘর থেকে বের হতে না পারায় পরিবার নিয়ে দুঃসহ দিন কাটছে তাদের। কনকনে ঠাণ্ডা ও হিমেল হাওয়ায় ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। দিনে ও রাতে সমান তাপমাত্রা বিরাজ করছে এলাকায়। কুয়াশায় ঢেকে থাকছে জনপদ। এ অবস্থায় শীতবস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত তাড়ানোর  চেষ্টা চলছে সর্বত্রই। এদিকে ঠাণ্ডার কারণে কৃষি শ্রমিকরা কাজে যেতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষাবাদ।

জেলা ত্রাণ শাখা সূত্রে জানা যায়, সরকারিভাবে এখন পর্যন্ত ৬২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। নতুন করে আরও ৫০ হাজার কম্বলের বরাদ্দ চাওয়া হয়েছে।



/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!