X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত

গাজীপুর প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৮, ১৩:২৯আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৪:০৭

 

গাজীপুর গাজীপুরের শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ তিন জন নিহত হয়েছেন। সোমবার (১৫ জানুয়ারি) সকালে ও রবিবার (১৪ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পোশাক শ্রমিক ইয়াসমিন আক্তার (২৫)ও কলেজছাত্রী দিপা রাণী মল্লিক (১৮)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন এ খবর নিশ্চিত করেছেন।

ওসি জানান, সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার এমসি বাজারে কাভার্ডভ্যান চাপায় অজ্ঞাত এক তরুণ আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

অপরদিকে, মুলাইদ হাসিন সোয়েটার কারখানার মানব সম্পদ বিভাগের কর্মকর্তা কামরুজ্জামান জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে কারখানা ছুটি পর বাসায় ফেরার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় গাড়ির নিচে চাপা পড়ে ইয়াসমিন আক্তার নামে এক পোশাক শ্রমিক আহত হন। রাত দেড়টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত ইয়াসমিন শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।

ধলাদিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ বোরহানুল কবির মিলন জানান, রবিবার সকালে বাড়ি থেকে কলেজে আসার পথে ঢাকা-কাপাসিয়া সড়কে রাজাবাড়ি ব্রিজ এলাকায় সাথী পরিবহনের একটি বাসের ধাক্কায় দিপা রাণী মল্লিক (১৮) আহত হন। রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত দিপা জয়নারায়নপুর গ্রামের পরশ মল্লিকের মেয়ে। তিনি ধলাদিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা