X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রুপা হত্যা মামলার পঞ্চম দফা সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৮, ১৬:৩৭আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৬:৫৩

জাকিয়া সুলতানা রূপা (ছবি: সংগৃহীত)  

টাঙ্গাইলের মধুপুরে জাকিয়া সুলতানা রুপাকে গণধর্ষণ ও হত্যা মামলায় পঞ্চম দফা সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ সাক্ষ্য গ্রহণ করেন। এসময় তিন জন সাক্ষ্য দেন।

তারা হলেন- লিটন মিয়া, মো. হযরত আলী ও রুবেল মিয়া। আগামীকালও এ মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিশেষ পিপি এ কে এম মো. নাছিমুল আখতার জানান, সোমবার পৌনে ১২টার দিকে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া সাক্ষ্যগ্রহণ শুরু করেন। সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ জন সাক্ষি সাক্ষ্য দেন। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম ও নিহত জাকিয়া সুলতানা রুপার ভাই হাফিজুর রহমানসহ এ পর্যন্ত ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

এ সময় তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত ছোঁয়া পরিবহনের সহকারী শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীর (১৯) এবং চালক হাবিবুর (৪৫) ও সুপারভাইজার সফর আলীর (৫৫) বিরুদ্ধে ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধিত ২০০৩) ৯ এর তিন ধারায় গণধর্ষণের অভিযোগ আনা হয়েছে। এছাড়াও চার্জশিটে দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যার অভিযোগ, ২০১ ধারায় লাশ গুমের অভিযোগ এবং ৩৪ ধারায় সহায়তার অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে ৩২ জনকে সাক্ষী করা হয়েছে। তাদের মধ্যে পুলিশ ও চিকিৎসকসহ পাঁচ-ছয়জন সরকারি কর্মকর্তা রয়েছেন।

 

আরও পড়ুন:  মাইক্রোবাস-চান্দের গাড়ির মধ্যে সংঘর্ষে একজন নিহত

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!