X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে হকারদের জন্য বিকল্প ব্যবস্থা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৮, ১৯:০৬আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৯:০৬

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মানবিক দিক বিবেচনা করে হকারদের জন্য বিকল্প ব্যবস্থা নিয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত হকাররা নগরীর ইসদাইরে অবস্থিত ওসমানি পৌর স্টেডিয়ামের বর্ধিতাংশ, জামতলা ঈদগাহ মাঠ, নগর ভবনের সম্মুখ অংশ ও প্রেস ক্লাবের পেছনে রাজউকের কার পার্কিংয়ের জায়গায় প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বসতে পারবে বলে জানানো হয়েছে। সিটি করপোরেশনের প্রধার নিবার্হী এএফএম এহতেশামুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়।

সিটি করপোরেশনের ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, নারায়ণগঞ্জ নগরীর হকার্স সমস্যা দীর্ঘদিনের। তাদের সমস্যা সমাধানের বিষয়টি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সব সময় আন্তরিকতার সঙ্গে বিবেচনা করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ২০০৮ সালে চাষাঢ়ার প্রায় ৫০ শতাংশ জায়গায় একটি হর্কাস মার্কেট নির্মাণ করে সেখানে ৬শ’ ৫৮ জন হকারকে দোকান বরাদ্দ দিয়ে পুর্নবাসন করা হয়েছে। ওই তালিকার বাইরে একজন হকারও ছিল না। কিন্তু পুর্নবাসিত জায়গায় হকাররা ব্যবসা না করে শহর জুড়ে ফুটপাত ও রাস্তার বেশ কিছু অংশ দখল করে ব্যবসা করছে। ফলে ফুটপাত দিয়ে জনসাধারণের চলাচল করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যে কারণে জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ও গণমাধ্যমে সিটি কর্পোরেশনকে দায়ী করে বিভিন্ন ধরনের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রীপরিষদ বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাছে ব্যাখা চাওয়া হয়েছে। ফুটপাত দিয়ে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করাসহ যান ও মালের নিরাপত্তাসহ সার্বিক দিকে বিবেচনা করে ফুটপাতে থেকে হকারদের উঠিয়ে দেওয়া হচ্ছে। তারা আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চারটি বিকল্প স্থানে ব্যবসা পরিচালনা করতে পারবে।

উল্লেখ্য গত ২০১৭ সালের ২৫ ডিসেম্বর থেকে পুলিশ নারায়ণগঞ্জ নগরীরর বঙ্গবন্ধু সড়ক ও ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করে। জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়। এর পর থেকে হকাররা ফুটপাতে বসে ব্যবসা করার জন্য আন্দোলন করে আসছে। হকারদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ পাঁচ আসনের (জাপা) সংসদ সদস্য হকারদের পূনর্বাসন এবং বিকল্প ব্যবস্থায় বসার ব্যবস্থা করার জন্য সিটি কর্পোরেশনের মেয়রকে চিঠি দেন। ওই চিঠির জবাবে সিটি কর্পোরেশন হকারদের বসার জন্য চারটি স্থান নির্ধারন করে দেয়।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালের প্রধানকে দেশ ত্যাগের নির্দেশ


/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি