X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বিকল্প ব্যবস্থার আগে হকার উচ্ছেদ করা যাবে না: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৮, ১৯:৪০আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:১৫

 

হকারদের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন শামীম ওসমান শেখ হাসিনা মানুষের মুখের খাবার কেড়ে নেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী হননি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। তিনি বলেন, ‘মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। কোনও মানুষের আহার কেড়ে নেওয়াটা আমি সমর্থন করি না। বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করা যাবে না।’ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ফুটপাত থেকে উচ্ছেদ হওয়া হকারদের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। 

নারায়ণগঞ্জের সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীকে উদ্দেশ করে  শামীম ওসমান বলেন, ‘অন্যায় করবেন আপনি, আর গালি খাবেন প্রধানমন্ত্রী, তা  হবে না এই নারায়ণগঞ্জে।’

স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশনকে মঙ্গলবার বিকাল সাড়ে চারটা পর্যন্ত সময় বেঁধে দিয়ে শামীম ওসমান  বলেন, ‘নারায়ণগঞ্জ রাজনৈতিক দল, ব্যবসায়ী সংগঠন ও আন্দোলনরত হকারদের সঙ্গে কথা বলে যদি বিকল্প ব্যবস্থা করতে পারেন, তবে করুন। না হলে আগামীকাল বিকাল সাড়ে চারটা থেকে ফুটপাতে হকাররা বসবে। আগামী ২১ ফেব্রুয়ারির আগপর্যন্ত হকাররা রাস্তায় বসবে। সবার সঙ্গে আলোচনা করে  তাদের বিকল্প জন্য বিকল্প ব্যবস্থা করা হবে।’

শামীম ওসমান বলেন, ‘আমি এখানে অনুরোধ করতে আসিনি। আমি এমপি সেলিম ওসমানের মতো চিঠি দেবো না।  চিঠি লেখার পর উত্তর দেবেন সিটি করপোরেশনের কর্মচারী? ওই এমপি শামীম ওসমান না। অনুরোধ নয়, নির্দেশ দিলাম, আগামীকাল বিকাল সাড়ে চারটা থেকে নারায়ণগঞ্জ শহরের ফুটপাতে হকরা বসবে।’

প্রতিদিন বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত হকারদের শৃঙ্খলিতভাবে বসার নির্দেশ দিয়ে শামীম ওসমান বলেন, ‘যেন মানুষের হাঁটাচলায় ভোগান্তি না হয়, সেদিকে খেয়াল রাখবেন।’ পুলিশ প্রশাসনকে সাবধান করে দিয়ে তিনি বলেন, ‘ক্ষুধার জ্বালা আমি বুঝি। একজন বাবা তার ছেলের ফরম পূরণ করাতে টাকা দিতে পারেন না। স্কুলে ভর্তি করাতে পারেন না। যে বাবা সারা দিন চেষ্টা করে পরিবারের খাবারের টাকা জোগাড় করতে না পেরে খালি হাতে বাসায় ফেরেন, সেই বাবার কষ্ট আমি বুঝি। হকাররা আমার ভাই-বন্ধু। তাদের লাঠি পেটা দূরের কথা, একটা গালিও যেন পুলিশের কোনও সদস্য না দেন।’

হকারদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে সরকার দলীয় এই সংসদ সদস্য বলেন, ‘আপনারা সরকারি-বেসরকারি কাউকে কোনও চাঁদা দেবেন না। তারপরও যদি কেউ আপনাদের ওপর কেউ আঘাত করে, তাহলে আপনার সহ্য করবেন। পরের বিষয়টা আমি বুঝবো।’

হকার্স লীগের সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে  আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, শ্রমিক শাহীন মিয়া, হকার্স নেতা আব্দুর রহিম মুন্সী, হকার রুবি আক্তার, ইয়াছমিন বেগম।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, সোনারগাঁ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়া প্রমুখ।

উল্লেখ্য, গত বছরের ২৫ ডিসেম্বর নারায়ণগঞ্জ শহরের ফুটপাত থেকে সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে হকারদের উচ্ছেদ করে। তারপর থেকে হকাররা আন্দোলন করে আসছে।   

/এমএনএইচ/
সম্পর্কিত
চারদিকে খাই খাই শুরু হয়ে গেছে, মনে হয় মানচিত্র খেয়ে ফেলবে: শামীম ওসমান
হাসপাতালে ভর্তি হয়ে দোয়া চাইলেন শামীম ওসমান
শামীম ওসমানের অনুরোধে গান গাইলেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা