X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মাকে ছুরিকাঘাতের অভিযোগে ছেলে কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৮, ১২:৩৩আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৪:০২





গাইবান্ধা জেলা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাকে ছুরিকাঘাতের অভিযোগে ছেলে শরিয়াজ্জামান মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টার দিকে আদালত এ নির্দেশ দেন। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান এ খবর নিশ্চিত করেছেন।


ওসি জানান, গত রবিবার (১৪ জানুয়ারি) বিকালে শরিয়াজ্জামানসহ চার জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন তার মা ছলেখা বেওয়া। এর আগে ঘটনার দিন ১৩ জানুয়ারি শরিয়াজ্জামান মিয়াকে আটক করা হয়।
তিনি সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বিশ্বাস হলদিয়া গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে।

ছলেকা বেগম বলেন, ‘কাগজপত্র ঠিক থাকলেও জমি নিয়ে মমতাজ আলীর সঙ্গে দ্বন্দ্ব চলছিল। প্রায়ই বিরোধপূর্ণ জমি দখলে নেওয়ার চেষ্টা করতো মমতাজ আলী। জমি রক্ষাসহ দ্বন্দ্ব নিরসনের জন্যই হয়তো শরিয়াজ্জামান তাকে ছুরিকাঘাত করেছে।’ কিন্তু ছেলের বিরুদ্ধে মামলা করলেও ঘটনার জন্য মূলত মমতাজ আলীকে দায়ী করেছেন তিনি।
মমতাজ আলীর দাবি, সেদিন শরিয়াজ্জামানের সঙ্গে কথা কাটাকাটি ছাড়া কিছুই হয়নি। কিন্তু হঠাৎ করেই আমাদের ফাঁসাতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে শরিয়াজ্জামান তার মাকে অস্ত্র দিয়ে আঘাত করেন। ঘটনার সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী মমতাজ আলীর সঙ্গে শরিয়াজ্জামানের বিরোধ চলছিল। গত শনিবার (১৩ জানুয়ারি) মমতাজ আলী ওই জমি দখলে নিতে গেলে শরিয়াজ্জামান ও তার মা বাধা দেয়। এসময় মমতাজ আলীর সঙ্গে শরিয়াজ্জামানের হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে মমতাজ উদ্দিনকে ফাঁসাতে শরিয়াজ্জামান তার মাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ছলেখা বেওয়ার হাতের কবজি ও মাথা কেটে যায়। ঘটনার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
আহত ছলেখা বেওয়া রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে ছলেখাকে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

/এসএনএইচ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া