X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

নারায়ণগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৮, ২৩:৩৯আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ২৩:৪৯

আহত এক সাংবাদিককে হাসপাতালে নেওয়া হচ্ছে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

হামলায় আহত সাংবাদিকরা হলেন– নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট ও বাংলা ট্রিবিউনের নারায়ণগঞ্জ প্রতিনিধি আমির হুসাইন স্মিথ, ইনডিপেনডেন্টের জেলা প্রতিনিধি মজিবুল হক পলাশ, আরটিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. শফিকুল ইসলামসহ ১০-১২ সাংবাদিক।  

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মজিবুল হক পলাশের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকালে শহরের বঙ্গবন্ধু সড়কে ফুটপাত থেকে হকার উচ্ছেদ ইস্যুকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শান্তিপূর্ণ মিছিল করেন। এসময় সাংবাদিক শরীফ উদ্দিন সবুজসহ অন্যান্য সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করার সময় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এসময় কর্মরত কয়েকজন সাংবাদিক গুরুতর আহত হন।

প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক। ঘটনাস্থলে পুলিশের ভূমিকা এ বিষয়কে আরও পরিষ্কার করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।  

 

/এসএসএ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
শর্তে একমত হতে পারেননি, বায়ার্ন ছাড়ছেন টুখেল
শর্তে একমত হতে পারেননি, বায়ার্ন ছাড়ছেন টুখেল
ইসরায়েলকে থামাতে হবে, আইসিজিতে দক্ষিণ আফ্রিকার আবেদন
ইসরায়েলকে থামাতে হবে, আইসিজিতে দক্ষিণ আফ্রিকার আবেদন
থানচির দুর্গম পাহাড়ি পাড়ায় আগুন, নিয়ন্ত্রণে এনেছে বিজিবি
থানচির দুর্গম পাহাড়ি পাড়ায় আগুন, নিয়ন্ত্রণে এনেছে বিজিবি
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব