X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সাঁওতালদের জমি ফেরতের দাবিতে গাইবান্ধায় গণঅবস্থান

গাইবান্ধা প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৮, ০৫:৫৩আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ০৬:০৮

গাইবান্ধায় গণঅবস্থান কর্মসূচি গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লিতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, তিন সাঁওতাল হত্যার বিচার এবং পৈত্রিক জমি ফেরতসহ ৭ দফা দাবিতে গাইবান্ধায় গণঅবস্থান কর্মসূচি পালন করেছেন সাঁওতাল ও বাঙালিরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা শহীদ মিনারে গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়। সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, জনউদ্যোগ ও আদিবাসী বাঙালি সংহতি সমাবেশ এই কর্মসূচির আয়োজন করে।

গোবিন্দগঞ্জ সাঁওতাল পল্লির সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সহ-সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, সিপিবির সাবেক জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক সিরাজুল ইসলাম বাবু, জেলা সিপিবির সাধারণ সম্পপাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, জাসদ জেএসডি) সভাপতি লাসেন খান রিন্টু, জনউদ্যোগ গাইবান্ধার সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, জেলা কৃষক সমিতি সভাপতি সুভাষ শাহ রায়, ক্ষেতমজুর নেতা হাফিজার রহমান দুদু, মহিলা পরিষদে জেলা সভাপতি আমাতুর নুর ছাড়া, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গাইবান্ধা জেলা সংসদের সাধারণ সম্পাদক মাহমুদুল গণি রিজন, আদিবাসী নেতা বার্নাবাশ, প্রিসিলা মুরমু ও স্বপন শেক প্রমুখ।

গণঅবস্থান কর্মসূচিতে গণসংগীত ও কবিতা আবৃত্তি করেন জেলা উদীচীর সহসাধারণ সম্পাদক চুনি ইসলাম, শিরিন আকতার, জিয়াউর রহমান জিয়া, যন্ত্রে সহযোগিতা করেন মাহমুদ সাগর মহব্বত। এছাড়া, আদিবাসীরা তাদের দলীয় সংগীত পরিবেশন করেন।

২০১৬ সালের ৬ নভেম্বর আদিবাসী পল্লীতে মিল কর্তৃপক্ষের ভাড়াটে সন্ত্রাসীদের হামলা ও পুলিশের গুলিতে নিহত হন তিন সাঁওতাল শ্যামল হেমরম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডু। আহত হন অসংখ্য সাঁওতাল। পরে অগ্নিসংযোগ, নির্যাতনের ঘটনা ঘটানো হয়।

ঘটনার পর সাঁওতালরা হত্যা মামলা দায়ের করলেও ঘটনার ১৪ মাস পেরিয়ে গেলেও এজাহারভুক্ত আসামিদের মধ্যে উল্লেখযোগ্য কাউকে গ্রেফতার করা হয়নি। বক্তারা অবিলন্বে সাঁওতাল হত্যাকাণ্ড মামলার আসামিদের গ্রেফতারে জোর দাবি জানান।

বক্তারা বলেন, সাঁওতাল ও বাঙালিদের বাপ-দাদার সম্পত্তি ফেরতের ব্যাপারে সরকার নির্বিকার। সরকার দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলনে গড়ে তোলা হবে।

অবিলন্বে পৈত্রিক সম্পত্তি ফেরত ও আসামিদের গ্রেফতার করা না করলে আগামী ৩০ জুন সাঁওতাল বিদ্রোহ দিবসে দেশব্যাপী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করে সরকারকে দাবি আদায়ে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এর আগে, গোবিন্দগঞ্জের মাদারপুর-জয়পুরপাড়া থেকে ট্রাক, পিকআপে করে গাইবান্ধার শহীদ মিনারে গণঅবস্থান কর্মসূচিতে যোগ দেন শত শত সাঁওতাল-বাঙালি নারী-পুরুষ।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা