X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শীতে শুকিয়ে যাচ্ছে বীজতলা, বিপাকে কৃষক

বগুড়া প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৮, ১১:৫০আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১২:০৩

শীতে শুকিয়ে যাচ্ছে ইরি-বোরোর বীজতলা গত কয়েক দিনের তীব্র শীত ও ঘন কুয়াশায় ইরি-বোরো চাষাবাদ থমকে গেছে। বীজতলা শুকিয়ে লাল হয়ে গেলেও তীব্র শীতের কারণে দিনমজুররা মাঠে নামতে পারছেন না। ফলে নির্দিষ্ট সময়ে ইরি-বোরো চাষ নিয়ে শঙ্কায় আছেন কৃষকরা।

বগুড়া কৃষি অধিদফতরের উপ-পরিচালক প্রতুল কুমার চন্দ্র জানান, এবার জেলায় ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৯২ হাজার হেক্টর জমিতে। বীজতলার টার্গেট ধরা হয়েছে ১৩ হাজার ৫০০ হেক্টর জমিতে। ঘন কুয়াশা আর শীতের কারণে সূর্যের আলো না থাকায় চারা লালচে হয়ে যাচ্ছে। তবে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে রাতে পানি সেচ দিয়ে বীজতলা ডুবিয়ে রেখে সকালে তা নিষ্কাশন করে ফেলতে। এছাড়াও পলি পেপার দিয়ে বীজতলা ঢেকে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কোনও কোনও এলাকার বীজতলায় ইউরিয়া ও জিপসাম ছিটানো এবং ছত্রাকনাশক স্প্রে চলছে। এখন পর্যন্ত কৃষকদের আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি।

সরেজমিনে বগুড়ার গাবতলী, সারিয়াকান্দি, ধুনট, কাহালু উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, শীতের কারণে প্রায় ৫০ শতাংশ ইরি-বোরো বীজতলা বাড়েনি। চারা লালচে হয়ে শুকিয়ে যাচ্ছে। মাঠে কৃষকদের ইরি-বোরো রোপণ করতে দেখা যাচ্ছে খুব কমই। সেচ পাম্পগুলো অল্পই চালু রয়েছে।

গাবতলীর বাগবাড়ি গ্রামের কৃষক জিয়াউল হাসান জানান, তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে তার ইরি-বোরোর চারা বড় হচ্ছে না। লালচে রঙ হয়ে শুকিয়ে যাচ্ছে। চারাগুলো দুর্বল হয়ে যাচ্ছে। দুর্বল চারায় ফলন ভালো হবে না।

ধুনটের চিথুলিয়া গ্রামের কৃষক জিয়াউর রহমান জানান, শীতের কারণে ইরি-বোরোর চারা রোপণ করা যাচ্ছে না।

ওই গ্রামের সেচ পাম্পের মালিক রাবিন সরকার জানান, তীব্র শীতের কারণে কৃষকরা মাঠে নামছেন না। তাই জমির মালিকরাও ইরি-বোরো চাষের জন্য জমি তৈরি করছে খুব কম। এ কারণেই প্রায় সময়েই সেচ পাম্প বন্ধ থাকছে। আগে এই সময়ে দিন-রাত সেচ পাম্প খোলা থাকতো।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া