X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মহাসড়ক নিরাপদের জন্য উচ্ছেদ অভিযানে নাটোর প্রেসক্লাব ভবন

নাটোর প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৮, ১৩:৩৪আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৪:০১

নাটোর

সারা দেশে মহাসড়ক নিরাপদ করার অংশ হিসেবে উচ্ছেদের তালিকায় নাটোর প্রেসক্লাবও পড়েছে। বুধবার যে কোনও সময় নাটোর প্রেসক্লাব উচ্ছেদের প্রস্তুতি নিয়েছে নাটোর সড়ক ও জনপথ বিভাগ। প্রেসক্লাব ভবন উচ্ছেদের বিষয়টি জানার পর নাটোরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক সাংবাদিকরা সংবাদ পাঠানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছে। এ নিয়ে তাদের মন খারাপ বলে জানিয়েছেন নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন।

তিনি জানান,সোমবার রাতে নাটোর সড়ক বিভাগ থেকে প্রেসক্লাব কর্তৃপক্ষকে ডেকে পাঠানো হয়। এরপর তাদের প্রেসক্লাব ভবন উচ্ছেদের কথা জানানো হয়। বিষয়টি জানার পর মঙ্গলবার দুপুরে জরুরি সাধারণ সভা আহ্বান করা হয়। সদস্যরা বিষয়টি জানার পর দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন জানান, শহরের কানাইখালী এলাকায় অবস্থিত প্রেসক্লাব ভবনটির জায়গা সিএস এবং এসএ রেকর্ড অনুযায়ী সড়ক বিভাগের হলেও আরএস রেকর্ডে তা নাটোর পৌরসভার আওতাধীন। পৌর কর্তৃপক্ষের কাছ থেকে জায়গাটি বরাদ্দ নিয়ে প্রেসক্লাব ভবনটি নির্মাণ করা হয়। তবে দ্বো-তলা ভবনটির নিচতলা বরাদ্দ নেন শহরের বিশিষ্ট ব্যবসায়ী, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া। তিনি প্রথম তলায় তার আকীব পরিবহণের অফিস করেছেন। এছাড়াও নাটোর পৌরসভা বেশ কয়েকটি দোকান করে ভাড়া দিয়েছে। আর ওপরের তলায় রয়েছে প্রেসক্লাব ভবন। দীর্ঘদিন ধরে এই প্রেসক্লাব ভবনে নাটোরে কর্মরত সাংবাদিকরা কাজ করে আসলেও হঠাৎ সড়ক বিভাগের এমন উচ্ছেদের সিদ্ধান্তে তারা চিন্তিত।

এক প্রশ্নের জবাবে আল মামুন দাবি করেন, বিষয়টি নিয়ে নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সম্প্রতি সড়ক বিভাগ ওই জায়গাটি অধিগ্রহণ করায় তারা অসহায়।

বিষয়টি সম্পর্কে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারাজী আহম্মদ রফিক বাবন বলেন, ‘২০০৯ সালে নাটোরের বিভিন্ন স্তরের মানুষের সম্মিলিত সহযোগীতায় প্রেসক্লাব ভবনটি নিজস্ব অর্থায়নে নির্মিত হয়েছিল। নিচ তলায় থাকা কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দিয়ে অন্যরা অর্থ উপার্জন করলেও প্রেসক্লাব কর্তৃপক্ষ তার কোনও অংশ পান না বা এই বাণিজ্যের সঙ্গে সম্পৃক্তও নন। তবুও নিচতলায় বাণিজ্যিক স্থাপনা থাকার অজুহাত দেখিয়ে সড়ক বিভাগ প্রেসক্লাব ভবনটি উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে। প্রেসক্লাবের অন্য কোনও বাণিজ্যিক স্বার্থ না থাকায় বিষয়টি বিবেচনায় এনে সাংবাদিকদের স্বার্থে ভবনটি অক্ষত রাখা যেত। এর ফলে শহরের মূল সড়ক প্রশস্তকরণ কার্যক্রমের কোনও ব্যাঘাত ঘটত না। প্রেসক্লাব ভবনটি উচ্ছেদ হলে নাটোরে কর্মরত সাংবাদিকরা অবর্ণনীয় সমস্যায় পড়বে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন: চট্টগ্রামে দুটি বাসে আগুন, দগ্ধ এক


/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী