X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘আমার মেয়েকে খুন করে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দিতে চেয়েছে’

আবদুল আজিজ, কক্সবাজার
১৭ জানুয়ারি ২০১৮, ২০:১৮আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ২০:২২

সুদীপ্তা চৌধুরী ইমু ‘আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যা করে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দিতে চেয়েছিল। আর এই হত্যাকাণ্ডে সহযোগিতা করছিল স্থানীয় একটি প্রভাবশালী মহল। কিন্তু সম্ভব হয়নি।’ কাঁদতে কাঁদতে এই কথাগুলো বলছিলেন সুদীপ্তা চৌধুরী ইমুর (১৯) বাবা ঝুলন চৌধুরী। ঢাকা ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইমু গত ২৬ ডিসেম্বর কক্সবাজার মেরিন ড্রাইভ সংলগ্ন মারমেইড বিচ রিসোর্ট এলাকায় নিহত হয়। তবে তার মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড অভিহিত করে এবং এর জন্য একই এলাকার তরুণ জেকি কুমার সুশীলকে দায়ী করে সুবিচারের দাবি জানাচ্ছে ইমুর পরিবার।

সুদীপ্তা চৌধুরী ইমুর বাবা সঞ্জীব চৌধুরী প্রকাশ ঝুলন চৌধুরী একজন ব্যবসায়ী ও মা গোপী চৌধুরী গৃহিণী। জন্ম থেকেই কক্সবাজার শহরের বড় বাজার এলাকায় বেড়ে উঠা ইমু। কক্সবাজারে মেয়ের ভালো রেজাল্ট দেখে আরও বেশি ভালোর আশায় ঢাকায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করিয়ে দেন ঝুলন। এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ইমুর। পাশাপাশি সে বিএনসিসির ক্যাডেট ছিল।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত ২৬ ডিসেম্বর কক্সবাজার মেরিন ড্রাইভ সংলগ্ন মারমেইড বিচ রিসোর্ট এলাকায় ইমু নিহত হয়। এর পরের দিন ২৭ ডিসেম্বর তার বাবা ঝুলন চৌধুরী বাদী হয়ে রামু থানায় মামলা করেন। মামলায় একমাত্র আসামি স্থানীয় তরুণ জেকি কুমার সুশীল। তাকে গ্রেফতার করে পুলিশ। আদালতের নির্দেশে জেকিকে দুই দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে। রিমান্ডে আসামি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এস এম মিজানুর রহমান। তবে তদন্তের স্বার্থে এই তথ্য প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

ঝুলন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার মেয়ে ইমু কলেজের ছুটিতে বাড়িতে বেড়াতে আসে। কক্সবাজার শহরের গোলদীঘি পাড় এলাকার সঞ্জিত কুমার সুশীল প্রকাশ বাবুলের ছেলে জেকি কুমার সুশীল বার বার আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ওই দিন (২৬ ডিসেম্বর) আমার মেয়ে শহরের বাহারছড়া এলাকায় বান্ধবীর বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে আমার মেয়েকে ঘুরতে যাওয়ার কথা বলে কৌশলে অপহরণ করে নিয়ে যায় এবং হত্যা করে। অভিযুক্ত জেকি কুমার সুশীল বর্তমানে জেলা কারাগারে রয়েছে।’ সুদীপ্তা চৌধুরী ইমু

তিনি আরও বলেন, ‘আমার মেয়ে তার মায়ের সঙ্গে মুঠোফোনে শেষ কথা বলে -মা আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমি হয়তো আর বাঁচবো না। আমার মেয়ে দুর্ঘটনায় মরেনি। তাকে হত্যা করা হয়েছে। আমরা খুনের ঘটনায় জড়িতদের বিচার চাই। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে আমার মেয়ের আত্মা শান্তি পাবে।’ এই কথা বলে কান্নায় ভেঙে পড়েন সন্তানহারা ওই বাবা।  

কাঁদতে কাঁদতে তিনি আরও বলেন, ‘ইমু তার বান্ধবীর বাসায় বেড়াতে যাবে বলে সকালে ঘর থেকে বের হয়। দুপুর পর্যন্ত যোগাযোগ না করায় তাকে ফোন করলে ওপাশ থেকে ভাঙা ও আতঙ্কগ্রস্ত ভাষায় উত্তর পাচ্ছিলাম। মেয়ের আওয়াজ শুনে আমার ভয় হচ্ছিল। কিন্তু বেশি শব্দ পাইনি। কয়েকটি শব্দ শেষে ওপারের সাড়া আর নেই। আমরা ফোন করলেও ওপাশ থেকে আর রিসিভ হয়নি।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের ছাত্রী ইমুর চাচাতো বোন জানান,  গত বছর ৫ আগস্ট ইমুর জন্মদিনের অনুষ্ঠান থেকে জেকিকে বের করে দেয় বান্ধবীরা। তখন থেকেই জেকি ক্ষুব্ধ ছিল। সুযোগ নিয়ে সেই খুনের ঘটনা ঘটিয়েছে। ইমুর কয়েকজন বান্ধবী জানায়, জেকির প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে খুন করা হয়েছে বলে তাদের ধারণা।

মামলার তদন্ত কর্মকর্তা ও রামু থানার (ওসি/তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন, ‘সুরতহাল প্রতিবেদনে বলা আছে, ইমুর মাথার পেছনে ডান ও বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। নাকের বাম পাশে জখমের ছিদ্র পাওয়া গেছে। রক্তমাখা কাপড় পাওয়া যায়। ডান ও বাম পায়ের হাঁটুর ওপর জখম ছিল।’

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম লিয়াকত আলী বলেন, ‘আসলে বিষয়টি মর্মান্তিক। মামলার দ্রুত অগ্রগতি হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে এবং রিমান্ড নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। যা মামলার কাজে আসবে। খুব দ্রুত আদালতে চার্জশিট দেওয়া হবে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ