X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় শিক্ষক হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৮, ১৭:২৯আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৭:৩৫

আদালত

নেত্রকোনার বারহাট্টা উপজেলার মনাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন বিশ্বাসকে (৪৫) হত্যার দায়ে কালা চাঁন (৪৪) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার আরও তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সাইফুল আলম প্রদ্বীপ এ খবর নিশ্চিত করেন।

সাজাপ্রাপ্ত কালা চাঁন বারহাট্টার ছয়গাও গ্রামের বাসিন্দা। খালাস পাওয়া আসামিরা হলেন– মো. এমদাদুল হক হীরা ওরফে সাগর, জেড এ ফোয়াদ খান ওরফে বাবুল ও মো. ভাসানী ওরফে শহিদুল ইসলাম।

পিপি সাইফুল আলম প্রদ্বীপ জানান, কালা চাঁনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। আসামির উপস্থিতিতেই আদালত এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২ ডিসেম্বর প্রধান শিক্ষক অর্জুন বিশ্বাসকে তার নিজ বাড়ি রামপুর দশাল থেকে বিদ্যালয়ে যাওয়ার সময় পথরোধ করে কুপিয়ে হত্যা করে কালা চাঁন। এ ঘটনায় পরদিন নিহতের স্ত্রী মায়া রানী বিশ্বাস বাদী হয়ে কালা চাঁন, এমদাদুল হক হীরা ওরফে সাগর, জেড এ ফোয়াদ খান ওরফে বাবুল ও মো. ভাসানী ওরফে শহিদুল ইসলামকে আসামি করে বারহাট্টা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ জানুয়ারি আদালতে ৪ আসামির বিরুদ্ধেই অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। ১৬ জনের সাক্ষ্য নিয়ে আদালত কালা চাঁনকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অন্য তিন আসামিকে বেকসুর খালাস দেন।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন মানবেন্দ্র বিশ্বাস ও মাজহারুল ইসলাম খান।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না