X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্র আদনান হত্যাকাণ্ডে গ্রেফতারকৃতরা ছাত্রলীগকর্মী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ জানুয়ারি ২০১৮, ০০:০০আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ০০:০৭

গ্রেফতার হওয়া পাঁচ জন

চট্টগ্রামে স্কুলছাত্র আদনান ইসফার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া পাঁচ জনই ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ। নগর পুলিশের একাধিক সূত্র আরও জানায়, হত্যাকাণ্ডে তারা যে পিস্তল ব্যবহার করেছিল, সেটিও দলের এক বড় ভাইয়ের কাছ থেকে নিয়েছে। ছাত্রলীগকর্মী হওয়ার সুবাদে মূলহোতা মঈন খানসহ চার জন ফটিকছড়ি উপজেলার সমিতির হাট এলাকার ছাত্রলীগের এক নেতার বাড়িতে আশ্রয়ও নিয়েছিল।

স্থানীয়রাও জানান, স্কুলছাত্র আদনান ইসফার খুনে জড়িত যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে, তারা নগরীর চকবাজার-গণি বেকারি এলাকার ছাত্রলীগকর্মী হিসেবে পরিচিত।

নাম প্রকাশে অনিচ্ছুক কোতোয়ালী থানা পুলিশের এক কর্মবর্তা বলেন, 'গ্রেফতার পাঁচ জনের মধ্যে চার জনকে ফটিকছড়ি উপজেলার সমিতির হাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সালের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।’ তবে এ ঘটনার সঙ্গে ফয়সালের কোনও সম্পৃক্ততা নেই বলেও তিনি দাবি করেন। এই পুলিশ কর্মকর্তা বলেন, 'রাজনৈতিক পরিচয় থাকায় গ্রেফতারকৃতরা ফয়সালের বাসায় থাকতে চাইলে সে (ফয়সাল) থাকার ব্যবস্থা করে দেয়। হত্যার বিষয়ে সে কিছু জানতো না।'

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুর রউফ বলেন, ‘বিকালে আদনানের মৃত্যুর খবর পাওয়ার পর গ্রেফতারকৃতরা প্রথমে বাদুরতলা এলাকায় চলে যায়।  পরে রাত সাড়ে ৮টার দিকে তারা ফটিকছড়ির সমিতিরহাটে ফয়সালের বাড়িতে পৌঁছায়। ওই বাড়ি থেকে চার জনকে গ্রেফতার করা হয়েছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, ফয়সাল সমিতিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির পদে আছেন।

১৬ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে মঈন নামে প্রতিপক্ষ এক যুবকের ছুরিকাঘাতে খুন হন আদনান। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এ ঘটনায় বুধবার রাতভর অভিযান চালিয়ে প্রত্যক্ষভাবে জড়িত পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া পাঁচ জন হলেন–নগরীর চান্দগাঁওয়ের হাজেরা তজু কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মঈন খান, সাব্বির খান ও মুনতাছির মোস্তফা, চকবাজার ডিসি রোডের হলি ফ্লাওয়ার স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী এখলাছ উদ্দীন আরমান এবং ইসলামিয়া ডিগ্রি কলেজ থেকে সদ্য এইচএসসি পাস করা আবদুল্লাহ আল সাঈদ। এর মধ্যে চার জনকে ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ফয়সালের বাড়িতে থেকে গ্রেফতার করা হয়। অন্য জন মুনতাছিরকে নগরীর বাদুরতলা থেকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান টিমে থাকা কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) ইমদাদ হোসেন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, 'ঘটনার পর আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযান শুরু করি। মোবাইল ট্র্যাকিং করে তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর আমরা ফটিকছড়ি থেকে চার জন এবং নগরী থেকে আরেকজনকে গ্রেফতার করেছি। এ ঘটনার নেপথ্যে আরও দুয়েক জন থাকতে পারে। আমরা তাদেরও ধরার চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, 'এক বড় ভাইয়ের কাছ থেকে তারা অস্ত্র নিয়েছেন। তাদের কে অর্থায়ন করেছে, আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।'

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া