X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আশানুরূপ ফলন না হওয়ায় হতাশ আলু চাষিরা

নওগাঁ প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৮, ১২:২৬আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১২:২৭

নওগাঁয় আলু চাষ চলতি মৌসুমে বড় ধরনের ফলন বিপর্যয়ের শিকার হয়েছেন নওগাঁর আলু চাষিরা। আশানুরূপ ফলন না হওয়ায় হাসি নেই কৃষকদের মুখে। কৃষি বিভাগ বলছে, বন্যা ও অতিবৃষ্টির কারণে এবার ফলন কম হয়েছে। পচন রোগেও অনেক আলু নষ্ট হচ্ছে। 

এদিকে গত মৌসুমে এ অঞ্চলের যেসব কৃষক কোল্ডস্টোরেজে আলু রেখেছিলেন, এখন বাজারে দাম কম থাকায় তারা আর আলু বের করেননি। ৫০ কেজির প্রতি বস্তা আলু স্টোরেজে রাখার জন্য কৃষকদের দিতে হয় ৭শ’ টাকা করে। কিন্তু এখন আলু নিতে গেলে দিতে হবে এক হাজার টাকা। আর বর্তমানে বাজারে আলুর দামও তুলনামূলক অনেক কম। তাই উল্টো ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের।   

নওগাঁ সদর উপজেলার বক্তারপুর গ্রামের কৃষক আলতাফ আলী বলেন, ‘এ বছর কাঠিলাল ও হল্যান্ডের আলু চাষ করেছি। কিন্তু আলু তোলার পর আলুর গায়ে কালো দাগ আর পচন দেখা যাচ্ছে। এজন্য সেগুলো ফেলে দিতে হচ্ছে। আবার বিঘাপতি ৫০-৬০ মণ আলু হওয়ার কথা থাকলেও এবার ফলন হয়েছে ৩০-৩৫ মণ।’

সদর উপজেলার কীর্ত্তিপুর গ্রামের আলু চাষি আইজুর রহমান বলেন, ‘এবছর আলুতে লাভ হবে না। বিঘা প্রতি ৫০ থেকে ৬০ মণ আশা করা হলেও তা পাওয়া যাচ্ছে না। একদিকে আলুর ফলন কম। তারপর আবার আলুর গায়ে দাগ আর পচন দেখা দিয়েছে। আবার বাজারে দামও পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে এবার আলুতে লোকসান হবে।’

নওগাঁর রাণীনগরের আলু ব্যবসায়ী সুলতানুর হক বলেন, ‘এবার কোল্ডস্টোরেজ থেকে আলু তুললে বস্তাপ্রতি ২৫০-৩০০ টাকার মতো লস হবে। তাই ৭৫ মণ আলু এখনও কোল্ডস্টোরেজ থেকে তুলিনি।’

মান্দার সাবাইহাট গ্রামের কৃষক এনামুল হক জানান, তার জমিতে এবার ২৫ মণ আলু হয়েছে। আবার আলুর গায়ে দাগ আর পচন থাকায় দামও কম। সেজন্য আগামী বছর থেকে তিনি আর আলু চাষ নাও করতে পারেন।

মান্দার কুলিরহাট গ্রামের আলু চাষী আইজার আলী জানান, তিনি টাকা ধার নিয়ে আলু চাষ করেছেন। কিন্তু আলুর গায়ে দাগ ও বাজারে আলুর দাম কম থাকায় লাভ তো হবে না বরং ধারের টাকা শোধ করবেন কিভাবে তা নিয়ে তিনি চিন্তায় আছেন।

মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমাণিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত বছর জেলায় আলু চাষ হয়েছিল প্রায় সাড়ে ২৪ হাজার হেক্টর জমিতে। যেখানে এ বছর কমে হয়েছে প্রায় ২১ হাজার হেক্টর জমিতে। একদিকে বন্যা কবলিত জমিতে আর্দ্রতা বেড়ে যাওয়া, অন্যদিকে অতিবৃষ্টির কারণে এবারে ফলন বিপর্যয় হয়েছে।’ আর্দ্রতা

তিনি আরও জানান,  আলুর গায়ে দাগ ও পচন রোধে কৃষি বিভাগ থেকে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।  

 

 

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়