X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শাবি’র আবাসিক ছাত্রী হলে গ্রিল কেটে চুরি

শাবি প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৮, ১৭:১০আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৭:২৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)-এর বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের ছাদের দরজার গ্রিল কেটে ভেতরে ঢুকে ছাত্রীদের জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে।

ছাত্রীরা জানান, শনিবার (২০ জানুয়ারি) ভোর ৫টার দিকে হলের ডি ব্লকের ৪০১ ও ৪০২ নম্বর রুমে এ চুরির ঘটনা ঘটে। এসময় ৪টা ল্যাপটপ ও ২টা মোবাইল ফোন নিয়ে যায় চোর। এ ঘটনায় ছাত্রী হলে আতঙ্ক বিরাজ করছে। এর পর থেকে ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানিয়েছেন তারা।

এ ঘটনার ভুক্তভোগী একজন গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তাহেরা সুইটি বলেন, ‘চোরের দল ছাদের দরজার গ্রিল কেটে প্রবেশ করে। পরে তারা আমাদের রুমের ভেন্টিলেটর দিয়ে হাত ঢুকিয়ে দরজা ওপরের ছিটকিনি খুলে ভেতরে ঢুকে জিনিসপত্র নিতে থাকে। হলের এক ছাত্রী তা দেখে ফেলায় চোরের দল ছাদ দিয়ে নেমে পালিয়ে যায়।’

বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট শরীফা ইয়াসমিন বলেন, ‘ভোরে হলে চুরির ঘটনা ঘটেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে মিটিং করেছি।’ 










চুরির তথ্য পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন জালালাবাদ থানার উপ-পরিদর্শক সুজন তালুকদার। তিনি বলেন, ‘ছাত্রীদের সঙ্গে কথা বলেছি। এছাড়া প্রাথমিকভাবে ধারণা করছি, হলের ভেতর থেকে কেউ একজন সহয়তা না করলে এধরনের চুরি সম্ভব নয়।’

এ ঘটনা পর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার এবং প্রক্টর জহির উদ্দিন আহমেদ হল পরিদর্শনে আসেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছৈ। খুব শিগগিরই প্রতিবেদন দিতে বলা হয়েছে।’  

 



/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক