X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কৃষিজমিতে বালু ভরাটের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৮, ০১:৩৩আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ০২:০১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোরপূর্বক কৃষিজমিতে বালু ভরাট,  কৃষকদের ওপর হামলা-মামলার ভয়ভীতি দেখানোর প্রতিবাদে  মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও সাধারণ জনগণ।এসময় তারা সড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল করেন।

কৃষি জমিতে বালু ভরাটের প্রতিবাদে বিক্ষোভ শনিবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ভিংরাবো এলাকায় এই ঘটনা ঘটে।

কৃষকরা জানান, সদর ইউনিয়নের ভিংরাবো, মুশুরী, জাহাঙ্গীর ও সাহাপুর এলাকায় প্রাইম রিভার ভিউ নামের একটি আবাসন কোম্পানি স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় প্রায় ১০০ বিঘা কৃষিজমি জোরপূর্বক দখল ও বালু ভরাট করছে। বিক্ষোভকারীদের অভিযোগ, আবাসন কোম্পানিটি কয়েক ব্যক্তির কাছ থেকে অল্প কিছু জমি ক্রয়, আরও কয়েকজনের কিছু জমি কেনার জন্য বায়না করেছে। কোথাওবা জমি ভাড়া নিয়ে সাইনবোর্ড লাগিয়েছে। পরে এসব জমিসহ আশপাশের কৃষি জমি জোরপূর্বক ভরাট করছে।

তারা আরও জানায়,বালু ভরাটে বাধা দেওয়ায় আবাসন কোম্পানির পালিত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে কৃষকদের ওপর হামলা ও হুমকি দিচ্ছে। এ ব্যাপারে তারা থানা পুলিশের শরণাপন্ন হলেও পুলিশ কৃষকদের অভিযোগ গ্রহণ করছে না। এ প্রতিবাদে শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ জনগণ উপজেলার ডেমরা-কালীগঞ্জ সড়কের ভিংরাবো এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় তারা সড়ক অবরোধসহ বিক্ষোভ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন— কৃষক  গোলজার হোসেন, সাদত আলী, আয়েত বক্স,  মরিয়ম বেগম, আলমাছ আলী  প্রমুখ।

এ ব্যাপারে অভিযুক্ত মোহাম্মদ হোসেন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কৃষকদের ওপর হামলা ও হুমকির কথা অস্বীকার করে বলেন, ‘কোম্পানি তাদের কেনা জমিতেই বালু ভরাট করছে। যাদের জমি কেনা হয়নি, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।’  তিনি বলেন, ‘আমার নামে বালু ভরাটের চুক্তিপত্র আছে। নিয়ম মেনেই আমি কাজ করছি।’

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা