X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে স্বর্ণের দোকানে ডাকাতি

গাজীপুর প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৮, ১২:৫৫আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৩:৫১

এই স্বর্ণের দোকানের তিনটি সিন্দুক ভেঙে ডাকাতির ঘটনা ঘটেছে

গাজীপুরের শ্রীপুর বাজারে এক স্বর্ণের দোকানের তিনটি সিন্দুক ভেঙে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে অন্তি অরুণ সেন শিল্পালয় দোকানের তালা ভেঙে ডাকাতেরা এ ঘটনা ঘটায়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে প্রহরী আব্দুল খালেক (৪৮) ও আলাল উদ্দিনসহ (৬৫) অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

প্রহরীরা জানায়, শ্রীপুর মধ্য বাজারের পশু হাসপাতাল সড়কের দুই দিক থেকে চার জন করে আট জন লোক এসে রাম দা দেখিয়ে জিম্মি করে ফেলে তাদের। পরে হাত, পা ও মুখ বেঁধে রাস্তার পাশের তেঁতুল গাছের নিচে ফেলে রাখে। এসময় প্রহরীদের বাঁশি ও লাঠি নিয়ে ডাকাতেরা প্রহরীর কাজ শুরু করে। এরপর ডাকাতদের আরও কিছু সহযোগী দোকানের তালা ভেঙে স্বর্ণের দোকানে ঢুকে পড়ে। ডাকাতেরা রাত ২টা থেকে ৪টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী ডাকাতি করে। এক পর্যায়ে বাজারের আব্দুল আলী (৬৫) নামের একজন চা বিক্রেতা সড়ক দিয়ে যাওয়ার সময় তাকেও ডাকাতরা বেঁধে রাস্তার পাশে ফেলে রাখে।

এই স্বর্ণের দোকানের তিনটি সিন্দুক ভেঙে ডাকাতির ঘটনা ঘটেছে

শিল্পালয়ের মালিকের ভাই সজীব সেন জানান, ডাকাতেরা এসময় দোকানের তিনটি সিন্দুক ভেঙে সকল প্রকার স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়। ভোর সাড়ে পাঁচটার দিকে প্রহরীদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে যায়। এসময় দোকানের মালিক দীপক সেন ঘটনা শুনে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ও ঘুমের ইনজেকশন দিয়ে রাখা হয়।

শ্রীপুর বাজার ব্যবসায়ী নিরাপত্তা পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমীন খান রতন ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহাগ বলেন, ‘প্রায় দুই ঘন্টাব্যাপী তিনটি সিন্দুক ভেঙে ডাকাতির এমন ঘটনা শ্রীপুর বাজারে কখনও হয়নি।’

বাজারের ব্যবসায়ীরা জানান, বাজার এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশের অবহেলার কারণেই ডাকাতেরা নির্বিঘ্নে ডাকাতি করে চলে যাওয়ার সাহস দেখিয়েছে। পুলিশ তৎপর থাকলে থানা থেকে দুইশ’ গজ দূরে এমন দুর্ধর্ষ ডাকাতি সম্ভব হতো না।’  

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলে একাধিক হামলার দাবি হিজবুল্লাহর
ইসরায়েলে একাধিক হামলার দাবি হিজবুল্লাহর
এমপির ছেলের কাছে ৭০৩ ভোটে হারলেন জেলা আ.লীগের সভাপতি
এমপির ছেলের কাছে ৭০৩ ভোটে হারলেন জেলা আ.লীগের সভাপতি
এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে ভারত আছে, নেই বাংলাদেশ
এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে ভারত আছে, নেই বাংলাদেশ
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা