X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় পর্বের ইজতেমা শেষে চার হাজার জামাত তৈরি

গাজীপুর প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৮, ১৩:৫২আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৪:০১

বিশ্ব ইজতেমা বিভিন্ন দেশে তাবলিগের কাজে বের হওয়ার জন্য বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষে চার হাজার জামাত তৈরি করা হয়েছে। আখেরি মোনাজাত শেষে মুসল্লিরা জামাতবন্দি হয়ে ঢাকার কাকরাইল মসজিদে গিয়ে রিপোর্ট করবেন। পরে তাবলিগের মুরুব্বিদের নির্দেশনা অনুযায়ী তারা জামাতবন্দি হয়ে দ্বীনের দাওয়াত দিতে দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় যাবেন। ইজতেমা আয়োজক সূত্রে এই তথ্য জানা গেছে।

ইজতেমা আয়োজক সূত্রে আরও জানা যায়, দ্বিতীয় পর্বের ইজতেমা শেষে তৈরি হওয়া জামাতের সদস্যরা এক, দুই, তিন, চার, ছয় ও একবছরের চিল্লা, এমনকি আজীবন চিল্লার জন্যও প্রস্তুত হয়েছেন। এ ছাড়া প্রায় এক হাজারের মতো বিদেশি জামাত তৈরি হয়েছে। আগামি ১৫-২০ দিনে মধ্যে এসব জামাত বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে।

বিশ্ব ইজতেমা ইজতেমার আয়োজকসহ বিভিন্ন সূত্রে জানা যায়, ১৯১০ সালে ভারতের মাওলানা ইলিয়াস (রাঃ) তাবলিগ জামাতের প্রচলন শুরু করেন মাওয়াত এলাকা থেকে। একটানা ১৯৪৪ সাল পর্যন্ত তিনি এই তাবলিগ জামাতের কার্যক্রম পরিচালনা করেন। ১৯৪৬ সালে প্রথম কাকরাইল মসজিদে ইজতেমার আয়োজন শুরু করা হয়। তারপর ১৯৪৮ সালে চট্টগ্রামের হাজী ক্যাম্পে ও ১৯৫৮ সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয়। এরপর লোকসংখ্যা বেড়ে যাওয়ায় ১৯৬৬ সালে টঙ্গীর পাগাড়ে প্রথম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। পরের বছর অর্থাৎ ১৯৬৭ সালে ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় ইজতেমা অনুষ্ঠিত হয় টঙ্গীর কহরদরিয়া বা তুরাগনদীর পূর্ব তীরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে।

১৯৬৭ সাল থেকে বিশ্ব ইজতেমা একই স্থানে অনুষ্ঠিত হয়ে আসছে। পরে সরকারিভাবে তুরাগ তীরের ১৬০একর জমি স্থায়ীভাবে ইজতেমার জন্য বরাদ্দ দেওয়া হয়। পরবর্তীতে তুরাগ নদীর পূর্ব তীরে টঙ্গীর ওই স্থানে মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় ২০১১ সাল থেকে দুই পর্বের ইজতেমা শুরু হয়।

আরও পড়ুন- বিশ্বের কল্যাণ কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমা

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রিয়ালের মধুর প্রতিশোধে গর্বিত আনচেলত্তি 
রিয়ালের মধুর প্রতিশোধে গর্বিত আনচেলত্তি 
টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৭ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৭ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির পূর্বাভাস
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫