X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

১১ দফা দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের লাঠি মিছিল

খুলনা প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৮, ১৪:৫১আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৪:৫১

 

১১ দফা দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের লাঠি মিছিল বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা দাবিতে খুলনায় লাঠি মিছিল করেছে ৬ পাটকলের  শ্রমিকরা। রবিবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় খালিশপুর, আটরা ও যশোর অঞ্চলের পাটকল শ্রমিকরা নিজ নিজ মিল গেটে সমবেত হয় এবং সেখান থেকে লাঠি মিছিল বের করে। নগর শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবারও নিজ নিজ মিল গেটে গিয়ে বিক্ষোভ করেন তারা।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন ‘পাটকল সিবিএ, নন-সিবিএ পরিষদ’-এর কার্যকরী আহ্বায়ক সোহরাব হোসেন, যুগ্ম আহ্বায়ক কওছার আলী, গাজী মাসুম, জাকির হোসেন, আব্দুর রশিদ, আবু হানিফ, খলিলুর রহমানসহ অন্যান্য শ্রমিক নেতারা।   

পরিষদের কার্যকরী আহ্বায়ক সোহরাব হোসেন বলেন, ‘শ্রমিকরা ২৪ জানুয়ারি ভুখা মিছিল, ২৫ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে বৈঠক, ২৬ জানুয়ারি দুপুর ৩টায় জনসভা, ২৮ জানুয়ারি থেকে ৪৮ ঘণ্টা ধর্মঘট ও বিক্ষোভ মিছিল, ৩১ জানুয়ারি সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘণ্টা রেলপথ-রাজপথ অবরোধ কর্মসূচি পালন করবেন। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে ৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কমিটি ঢাকায় বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।’

উল্লেখ্য, বকেয়া মজুরির দাবিতে গত ২৮ ডিসেম্বর থেকে ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, ষ্টার, ইর্ষ্টাণ, আলীম ও জেজেআই এবং ৩০ ডিসেম্বর থেকে খালিশপুর জুট মিলের উৎপাদন বন্ধ হয়। এরপর থেকে শ্রমিকরা আর কাজে যোগ দেননি। এর প্রতিবাদে প্রথমে একবার প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। এখন টানা ২২ দিনের মতো দ্বিতীয় দফায় ডাকা কর্মসূচি পালন করছেন তারা। তবে আংশিক মজুরি পাওয়ায় ১৮ জানুয়ারি থেকে দৌলতপুর ও খালিশপুর জুট মিলের শ্রমিকরা কাজে যোগ দেন। অন্য ৬টি পাটকলের শ্রমিকরা কর্মবিরতি অব্যাহত রেখেছেন।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা