X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিএনপি সংলাপের মুখোশ পরে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: তথ্যমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৮, ১৬:০৫আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৬:০৫

কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিচ্ছেন তথ্যমন্ত্রী

বিএনপি নির্বাচন, গণতন্ত্র, সহায়ক সরকার ও সংলাপের মুখোশ পরে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন,‘বিএনপি ৯ বছরেও নির্বাচনকালীন সময়ের একটা স্থায়ী সাংবিধানিক সমাধানের প্রস্তাব দিতে পারেনি।’ রবিবার (২১জানুয়ারি) বেলা ১১টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

হাসানুল হক ইনু আরও বলেন,‘অতীতেও তারা এই কাজ করেছে। ২০১৪ সালেও নির্বাচন বানচাল করে তারা একটি অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চেষ্টা করেছিল।’

জাসদ সভাপতি বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের থলের বিড়াল বেরিয়ে পড়েছে, তাদের লক্ষ্য খুবই পরিষ্কার। গণতন্ত্র উদ্ধারের কথাটি তাদের শুধুই মুখের কথা। আসল কথাটা হলো,গণতন্ত্র উদ্ধারের নামে তারা খালেদা জিয়াকে নিয়ে রাজাকার, জঙ্গি, যুদ্ধাপরাধী এবং জামায়াতকে রক্ষা ও উদ্ধারের আন্দোলন করবেন। বিএনপি নেতারা গণতন্ত্র উদ্ধার নয়, রাজাকার উদ্ধারের আন্দোলন করবেন।’

তিনি আরও বলেন, ‘তারা (বিএনপি) কোনঠাসা হয়ে পড়া রাজাকার জঙ্গি ও জামায়াতকে উদ্ধার করে আবারও রাজনীতিতে পুর্নবাসনের আন্দোলন করবেন। পাশাপাশি মা-বেটার মামলা বন্ধ করার আন্দোলনও করবেন। তবে বাংলাদেশে এসব আর কোনও দিন সফল হবে না। গণতন্ত্র উদ্ধারের নামে খালেদা জিয়াকে মামলা থেকে বাচাঁনোর আন্দোলনও সফল হবে না।’

উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে তথ্যমন্ত্রী বলেন,  ‘সরকার নির্বাচনের ভয় পেলে নির্বাচনই দিতো না। সংবিধান অনুযায়ী যখন যে নির্বাচন করার সময় তখনই সে নির্বাচন বাংলাদেশে করা হচ্ছে। দুনিয়া উল্টে গেলেও সকল প্রকার নির্বাচন যথাসময়ে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার নুরানী ফেরদৌস দিশা, জেলা জাসদের যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান ও মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ। পরে তথ্যমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় একজন নিহত

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!