X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘সহপাঠীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় খুন হয় রাজিম’

খুলনা প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৮, ১৯:৪৭আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ২০:০৭





ফাওমিদ তানভীর রাজিম স্কুলছাত্র ফাওমিদ তানভীর রাজিমের (১২) মায়ের অভিযোগ দুই সহপাঠীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার ছেলেকে খুন করা হয়েছে। খুলনা পাবলিক কলেজে কনসার্ট চলাকালে শনিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তাকে খুন করা হয়। রাজিম ৭ম শ্রেণির ছাত্র ছিল।

খুলনা মেট্রো পুলিশ লাইনস স্কুলের শিক্ষিকা রাজিমের মা রেহানা খাতুন বলেন, ‘আমার ছেলে রাজিম শনিবার বিকালে বাড়িতেই ছিল। বিকাল ৫টার দিকে তার সহপাঠী শাহিনুর রহমান সাগর ফোন করে তাকে কলেজ ক্যাম্পাসে ডেকে নেয়। রাত সোয়া ৯টায় সাগরই আবার ফোন করে তাকে ছুরি মারার খবর দেয়। সহপাঠী দুই ছাত্রীকে কোচিংয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্তের প্রতিবাদ করার একদিন পরই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।’

রেহানা খাতুন বলেন, ‘আমার সহকর্মী শিক্ষিকার মেয়ে মৌমিতা ও তৃষার সঙ্গে একই কোচিং সেন্টারে পড়তে যেত রাজিম। কোচিংয়ে যাওয়া-আসার পথে ওই দুই মেয়েকে স্থানীয় আলিফ ও তার বন্ধুরা উত্ত্যক্ত করতো। রাজিম এর প্রতিবাদ করেছিল। ফলে শত্রুতা সৃষ্টি হয়। গত শুক্রবার (১৯ জানুয়ারি) বখাটেদের সঙ্গে তার কথা কাটাকাটিও হয়েছিল।’

রাজিমের মা বলেন, ‘শনিবার বিকাল ৫টার দিকে ফোন করে রাজিমের বন্ধু সাগর তাকে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে ডেকে নেয়। এরপর অনুষ্ঠান চলাকালে রাতে পরিকল্পিতভাবে ৭-৮ জন তাকে মারধর করে। একপর্যায়ে ছুরিকাঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

রাজিমদের বাড়ি মহানগরীর বড় বয়রা ১২৮/৩, পালপাড়ায়।

এ ঘটনায় রাজিমের বাবা শেখ জাহাঙ্গীর আলম রবিবার (২১ জানুয়ারি) খালিশপুর থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। তারা রাজিমের বন্ধু, তবে কেউই পাবলিক কলেজের ছাত্র নয়।

তারা হলো মুজগুন্নি আবাসিক এলাকার বাসিন্দা ও সেনা সদস্য কঙ্গোয় শান্তি মিশনে থাকা আলমগীর হোসেনের ছেলে আসিফ প্রান্ত আলিফ (১৬), বড় বয়রা মেইন রোডের আফজালের মোড় এলাকার জাকির হোসেন খানের ছেলে মো. জিসান খান ওরফে জিসান পারভেজ (১৬), বড় বয়রা মেইন রোড এলাকার মো. আহাদ হোসেনের ছেলে তারিন হাসান ওরফে রিজভী (১৩), রায়ের মহল মুন্সিবাড়ির চিনির ভাড়াটিয়া সাইদ ইসলামের ছেলে মো. সানি ইসলাম ওরফে আপন (১৩)।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, ‘রাজিমের বাবার দায়ের করায় মামলায় অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে চার জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রাজিম হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। সোমবার (২২ জানুয়ারি) তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।’

খুলনা পাবলিক কলেজের কেয়ারটেকার সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল (অব.) মো. মোসলেম উদ্দিন জানান, শনিবার কলেজে কনসার্ট চলছিল। রাত সাড়ে ৯টার দিকে কলেজের দ্বিতীয় গেটের ১০-১২ গজ ভেতরে ও অধ্যক্ষের বাস ভবনের সামনে চিৎকার শোনা যায়। ঘটনাস্থলে গিয়ে তিনি রাজিমকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘কলেজের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিশ্চিদ্র নিরাপত্তা ছিল। পুলিশের পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা সংস্থাও দায়িত্ব পালন করেছে। শিক্ষক ও শিক্ষার্থীদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও ছিল। এ অবস্থার মধ্যে শেষ দিনের এ ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এ ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি হয়েছে। আগামী ৫ কর্মদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ জানান, রাজিম খুনের প্রতিবাদে মঙ্গলবার (২৩ জানুয়ারি) কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হয়েছে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!