X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জমে উঠেছে ময়মনসিংহের ফুলমেলা

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
২২ জানুয়ারি ২০১৮, ১৬:৪২আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৬:৪২

ময়মনসিংহে ফুলের মেলা

বাহারি ফুলের মখমল সাজে সেজে উঠেছে ময়মনসিংহের টাউনহল প্রাঙ্গণ। ২৫ দিনব্যাপী এ ফুলমেলায় নিয়ে আসা হয়েছে দেশি-বিদেশি বিভিন্ন রকমের ফুলের গাছ। সেলভিয়া, ডায়ানটাস, সাউলোসিনা, ভুঁইচাঁপা, চন্দ্রমল্লিকা, কসমস, পঞ্চটিয়া, নয়নতারা, ডালিয়া, গোলাপ ও গাঁদাসহ বিভিন্ন রঙিন ফুলে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। ময়মনসিংহ পৌরসভার উদ্যোগ আর স্থানীয় নার্সারি মালিক সমিতির সহায়তায় এ মেলায় স্টল দিয়েছেন ১২ জন দোকানি।  ১৪ জানুয়ারি শুরু হয়ে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা চলবে।

আয়োজকরা জানান, টানা চার বছর ধরে ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটুর উদ্যোগে এ পুষ্পমেলা চলে আসছে।  বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে মেলা উপলক্ষে।

ময়মনসিংহে ফুলের মেলা

পৌরমেয়র ইকরামুল হক টিটু বলেন, ‘নার্সারি মালিকদের উৎসাহ প্রদানসহ ব্যস্ত নগরবাসীর মধ্যে নন্দনচর্চার প্রসার ঘটাতেই এমন ব্যতিক্রমী আয়োজন। নার্সারি মালিকদের উৎসাহ দিতে কোনও ভাড়া নেওয়া ছাড়াই স্টল বরাদ্দ দেওয়া হয়েছে মেলায়। এমনকি মেলায় আসা নার্সারি মালিকদের স্টল সাজাতেও সব ধরনের সহায়তা প্রদান করা হয়েছে।’

মেলা ঘুরে দেখা যায়, ফুলের গাছ ছাড়াও বিভিন্ন ভেষজ উদ্ভিদের গাছ ও বনসাই পাওয়া যাচ্ছে। এসব গাছের দামও সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে বলে জানিয়েছেন স্টল মালিকরা। তাদের দাবি, মেলায় ভালোই বিক্রি হচ্ছে ফুলের গাছ।

ময়মনসিংহে ফুলের মেলা

ময়মনসিংহ সদর উপজেলার রঘুরামপুর গ্রামের ‘ভাই ভাই নার্সারি’র মালিক শামছুল হক বলেন, ‘প্রতিটি ফুলের চারা বিক্রি হচ্ছে ৩০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত। তবে টবসহ কিনতে দাম কিছুটা বেশি পড়ছে। টবসহ ১৫০ টাকা থেকে ২০০ টাকার মধ্যে ফুলের চারা পাওয়া যাচ্ছে। বিশেষ করে গোলাপ আর গাঁদা ফুল টবসহ দাম পড়ছে ১৫০ টাকা। আর বয়সভেদে বামন জাতের বনসাই বিক্রি হচ্ছে ৬ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত।’

তিনি আরও জানান, এখন পর্যন্ত প্রতিদিন গড়ে চার থেকে পাঁচ হাজার টাকা বিক্রি হচ্ছে। তবে ফেব্রুয়ারির শুরুতে বিক্রির পরিমাণ আরও বাড়বে বলে মনে করেন তিনি।

ময়মনসিংহে ফুলের মেলা

মহানগর নার্সারি মালিক সমিতির সভাপতি আবুল কাশেম রতন জানান, শীত আর রোদের লুকোচুরির মধ্যেই জমে উঠেছে এই পুষ্পমেলা। অনেকে এসেছেন পরিবারের সদস্যদের নিয়ে। স্ত্রী সন্তানদের নিয়ে ঘোরাফেরা শেষে মেলা থেকে ফুলের চারা কিনে নিয়ে বাসায় ফিরেছেন তারা।

মেলায় ঘুরতে আসা পুলিশ লাইনস স্কুলের শিক্ষিকা অহনা নাসরিন জানান, ব্যস্ত নগরবাসীর জন্য এটি বর্ণাঢ্য আয়োজন। ফুলের প্রতি মানুষের চিরায়ত ভালবাসার এমন আয়োজনে সবাই খুশি।

ময়মনসিংহে ফুলের মেলা

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া