X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান বেশি’

নরসিংদী প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৮, ২৩:৪২আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ২৩:৪৪

নরসিংদী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, ‘আজকে দেশের অর্থনৈতিক উন্নয়নের পেছনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান সবচেয়ে বেশি। এর কারণ হলো ধীরে ধীরে মানুষ শিল্প কারখানা গড়ে তুলে আর সেখানে কর্মসংস্থান হয়।আগে এদেশে একটি পরিবারে একজন উপার্জন করতেন। এখন পরিবারের প্রত্যেকের উপার্জনের জায়গা আছে। সে কারণে দেশের অর্থনৈতিক গতি বেড়েছে।

সোমবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় নরসিংদীতে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনবিআর-এর চেয়ারম্যান বলেন, ‘২০০৭-২০০৮ সালে পৃথিবীতে ব্যাপক অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল। এর ফলে যুক্তরাষ্ট্রের মতো দেশ বসে পড়ার উপক্রম হয়, ইউরোপের বেশ কয়েকটি বড় বড় দেশ গরিব হয়ে যায়। সেইসব তুলনায় বাংলাদেশকে সে মন্দায় ধরতে পারেনি। তার কারণ আমাদের দেশের ক্ষুদ্রশিল্প গতি সঞ্চার করেছিল।’

তিনি আরও বলেন, ‘আজকের নরসিংদীতে এক সপ্তাহের এসএমই পণ্য মেলায় একজন উদ্যোক্তা ১০ লাখেরও বেশি পণ্য বিক্রি করেছেন। এরকম সবারই বিক্রি হয়েছে। ৫০ লাখেরও বেশি পণ্য বিক্রি করেছেন অনেকে। এই এসএমই পণ্য মেলার মাধ্যমে গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজেদের চাহিদা অনুযায়ী পণ্য নিচ্ছেন। এজন্য এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
মোশাররফ হোসেন বলেন, ‘আমি শিল্প মন্ত্রণালয়ে থাকা অবস্থায় ক্ষুদ্র এবং বৃহৎ শিল্পকারখানার উন্নয়ন করার চেষ্টা করেছি। যারা ব্যবসা এবং শিল্পের সঙ্গে জড়িত আমার পরিচিতি তাদের সঙ্গেই সবচেয়ে বেশী। এ সুবাধে ব্যবসায়ীরা জানেন আমি ব্যবসার উন্নয়নে ভূমিকা রাখতে চাই।’

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মতিন ভূঁইয়া, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিকুল ইসলাম, নরসিংদী চেম্বারের সাবেক প্রেসিডেন্ট ফজলুল হকসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ