X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

যে কারণে খুলনায় কিশোর গ্যাং

হেদায়েৎ হোসেন, খুলনা
২৩ জানুয়ারি ২০১৮, ১০:১৭আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ১৯:১৩

ফাহমিদ তানভীর রাজিন খুলনা অঞ্চলে শিশু-কিশোররা অপরাধে জড়িয়ে পড়ছে। খুন-জখম থেকে শুরু করে নানা ধরনের গুরুতর অপরাধও করছে তারা। এতে উদ্বিগ্ন হয়ে পড়ছেন অভিভাবকসহ সচেতন মহল। বিশেষজ্ঞদের মতে, শিশু-কিশোরদের চলাফেরা ও মেলামেশা করা সমবয়সীদের সম্পর্কে অভিভাবকরা সচেতন না। তারা বিষয়টি মনিটরিং না করায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে। সমবয়সীদের মধ্যে সহনশীলতার অভাবেই তৈরি হচ্ছে হত্যাকাণ্ডের মতো নৃশংস ঘটনা। যার সর্বশেষ প্রমাণ স্কুলছাত্র শেখ ফাহমিদ তানভীর রাজিন হত্যাকাণ্ড। এসব অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনে 'কিশোর গ্যাং' ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. আব্দুল জববার বলেন, 'শিশু-কিশোরদের সঠিক পথে থাকা না থাকার প্রধান ক্ষেত্রই হচ্ছে তার সমবয়সী গ্রুপ বা কিশোর গ্যাং। সন্তানটি কার বা কাদের সঙ্গে চলাফেরা করছে- সে বিষয়টি মনিটরিং থাকা প্রয়োজন। পারিবারিক ও সামাজিক অবক্ষয়ের কারণে সহনশীলতা, সামাজিক মূল্যবোধ থাকছে না। আদর্শ বোধ তৈরি হচ্ছে না। নিয়ম প্রতিষ্ঠার বদলে অনৈতিকতা স্থান করে নিচ্ছে। মোবাইল ও ইন্টারনেটের সহজলভ্যতা শিশু কিশোরদের অসামাজিক কাজের দিকে দ্রুত ধাবিত হচ্ছে। আবেগ থেকে বের হয়ে যাচ্ছে। সংহতি বোধ থাকছে না। পরস্পরের প্রতি মমতা বোধও হ্রাস পাচ্ছে।'
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অনুশাসন ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এর ফলে বেপরোয়া হয়ে উঠছে বিভিন্ন স্কুলের ঝরে পড়া শিক্ষার্থীরা। আধিপত্য বিস্তার করতে তারা তৈরি করছে কিশোর গ্যাং। তারা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের নিবিড় সম্পর্ক থাকছে না। ফলে স্কুলে প্রবেশের আগে, টিফিন ও ছুটির পর স্কুলের আশে-পাশেই আড্ডায় মজে থাকে শিক্ষার্থীরা। কিছু শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতির হার হতাশাজনক হলেও তা মনিটরিং করা হয় না। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরাও এ সব বিষয়ে নজরদারি করেন না। 
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্কুলে রয়েছে বড় ভাইদের গ্রুপ। এসব গ্রুপের নিয়ন্ত্রণে চলতে থাকা জুনিয়র শিক্ষার্থীরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে বাধ্য হয়। 
খুলনা মেট্রোপলিন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ কমিশনার  মনিরা খাতুন বলেন, ‘কিশোরদের অপরাধ প্রবণতা বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে সামাজিক অবক্ষয় ও অস্থিরতা। শিশুরা বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে  অপরাধ প্রবণতাগুলো প্রত্যক্ষ করছে আর এগুলোর সঙ্গে পরিচিত হচ্ছে। শিশুদের বিষয়টি ছড়িয়ে পড়ার গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে আকাশ সংস্কৃতি। পাশাপাশি আশপাশের ঘটনাগুলোর সঙ্গে প্রতিনিয়তই এরা পরিচিত হচ্ছে। এছাড়া অভিভাবকদের সঙ্গে এদের বন্ধনও হ্রাস পাচ্ছে। মাদকের প্রভাবও রয়েছে।’
খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. জাহাঙ্গীর আলম বলেন, 'নতুন দায়িত্ব গ্রহণ করার পর স্কুলে অনুশাসনের ঘাটতি দৃষ্টিতে পড়ে। বিষয়টি কাটিয়ে উঠতে সচেষ্ট হই এবং অভিভাবকদেরও সচেতন হওয়াসহ সন্তানের প্রতি নজর বাড়ানোর আহ্বান জানাই।'
মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. বদিউজ্জামান বলেন, ‘অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে মডেল স্কুলের ছাত্ররা জড়িত বলে মনে হয় না। তারপরও বিষয়গুলো আমলে নিয়েই প্রশাসনিক কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, ২০ জানুয়ারি রাত সোয়া ৯টায় খুলনা পাবলিক কলেজ ক্যাম্পাসে কনসার্ট চলাকালে ছুরিকাঘাতে ফাহমিদ তানভীর রাজিন নিহত হয়। সে খুলনা পাবলিক কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। এ ঘটনায় রাজিনের বাবা শেখ জাহাঙ্গীর আলম বাদী হয়ে রবিবার খালিশপুর থানায় ৬ জনের নাম ও অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ ঘটনায় পুলিশ নগরীর মুজগুন্নি আবাসিক এলাকার বাসিন্দা ও সেনা সদস্য আলমগীর হোসেনের ছেলে আসিফ প্রান্ত আলিফ (১৬),  নগরীর বড় বয়রা আফজালের মোড় এলাকার জাকির হোসেন খানের ছেলে মো. জিসান খান ওরফে জিসান পারভেজ (১৬), বড় বয়রা এলাকার মো. আহাদ হোসেনের ছেলে তারিন হাসান ওরফে রিজভী (১৩), রায়েরমহল মুন্সিবাড়ির চিনির ভাড়াটিয়া সাইদ ইসলামের ছেলে মো. সানি ইসলাম ওরফে আপন (১৩), বড় বয়রা সবুরের মোড় এলাকার লিয়াকত হোসেনের ছেলে রয়েলকে (১৪) ও বয়রার শ্মশান ঘাটস্থ জালাল হাওলাদারের ছেলে সাব্বিরকে গ্রেফতার করে। 

/এআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিঙ্গবৈচিত্র্য ও পুরুষতন্ত্রের মেনে নেওয়া-না নেওয়া
লিঙ্গবৈচিত্র্য ও পুরুষতন্ত্রের মেনে নেওয়া-না নেওয়া
তীব্র গরমে কৃষিশ্রমিকের সংকট চরমে
তীব্র গরমে কৃষিশ্রমিকের সংকট চরমে
গাজা নিয়ে মার্কিন ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় গণগ্রেফতার
গাজা নিয়ে মার্কিন ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় গণগ্রেফতার
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মশলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মশলা
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি