X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যা আছে থানায় দায়ের করা আইভির অভিযোগে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৮, ২২:০৩আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ২৩:১৭

হকার উচ্ছেদ অভিযানের সময় আইভীর ওপর হামলা, ফাইল ছবি

অস্ত্রশস্ত্র নিয়ে সংসদ সদস্য শামীম ওসমানের ৯শ’ থেকে একহাজার সমর্থক অতর্কিতে হামলা চালান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) কর্মকর্তা-কর্মচারীদের ওপর। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা লিখিত অভিযোগে এ দাবি করেছেন নাসিকের আইন কর্মকর্তা জিএমএ সাত্তার। তার অভিযোগ, সেলিনা হায়াৎ আইভীকে হত্যা করার জন্যই ওই হামলা চালানো হয়।

পুলিশ জানায়, ঘটনার দিন অস্ত্র প্রদর্শনকারী নিয়াজুল ইসলাম খান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ নিজামসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত প্রায় এক হাজার জনকে আসামি করে লিখিত অভিযোগ করেন জিএমএ সাত্তার। তবে এ অভিযোগ এখনও মামলা হিসেবে গ্রহণ করেনি পুলিশ।

পুলিশ আরও জানায়, এজাহারে নিয়াজুল ইসলাম ও শাহ নিজাম ছাড়া আরও যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন– মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, স্বেচ্ছাসেবকলীগ নেতা জানে আলম বিপ্লব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, যুবলীগকর্মী নাসির উদ্দিন ওরফে টুন্ডা নাসির, যুবলীগ নেতা চঞ্চল মাহমুদ।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ১৬ জানুয়ারি বিকাল ৪টার দিকে মেয়র সেলিনা হায়াৎ আইভীর নেতৃত্বে প্যানেল মেয়র-১, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলরসহ নাসিকের কর্মকর্তা-কর্মচারীরা নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের ফুটপাত হকার মুক্ত করার দাবিতে পদযাত্রা বের করেন। বিকাল সাড়ে ৪টার দিকে মেয়র আইভীসহ অন্যরা নগরীর সায়াম প্লাজা পৌঁছালে শামীম ওসমানের ৯শ’ থেকে একহাজার সমর্থক হামলা চালান। এসময় নিয়াজুল ও শাহ নিজামসহ অন্যরা গুলি বর্ষণও করেন। এতে মেয়র আইভীসহ প্রায় শতাধিক ব্যক্তি আহত হন। এর আগে আইভীর সঙ্গে থাকা লোকজন তার প্রাণ বাঁচাতে তাকে ঘিরে মানবঢাল তৈরি করেন। এসময় অনেকে গুরুতর আহত হন, যাদের পরবর্তী সময়ে ঢাকা মেডিক্যাল কলেজ ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

লিখিত অভিযোগে নারায়ণগঞ্জ শহরে হকার বসাকে পুরনো সমস্যা বলে উল্লেখ করা হয়। এতে হকার বসার অপকারিতার বর্ণনা দিয়ে আরও বলা হয়, ফুটপাতকে হকারমুক্ত করতে বেশ কয়েকবার পুনবার্সনের জন্য হকারদের নামে দোকানও বরাদ্দ দেওয়া হয়। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, শামীম ওসমানের প্ররোচনায় এতো কিছুর পরও হকাররা ফুটপাত দখলে রাখার সাহস পান।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ‘লিখিত অভিযোগের সঙ্গে ১৬ জানুয়ারি আহত হওয়া ব্যক্তিদের মেডিক্যালের কাজপত্র সংযুক্ত করে দেওয়া হয়েছে। অভিযোগের ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের চাষাঢ়ায় মেয়র আইভী ও তার সমর্থকদের ওপর হকার ও সংসদ সদস্য শামীম ওসমানের সমর্থকরা হামলা চালায়। সংঘর্ষে মেয়র আইভী, সাংবাদিকসহ শতাধিক আহত হন। এই ঘটনায় শামীম ওসমানের সমর্থক নিয়াজুল ইসলামকে প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলি চালাতে দেখা যায়। পরে তিনি গণপিটুনির শিকার হন। 

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা